ভারতে করোনা ভ্যাকসিনের প্রতি ডোজের দাম কত হবে? জানাল সেরাম ইনস্টিটিউট
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সরকার এক সঙ্গে বেশি পরিমাণ ভ্যাকসিন কিনলে ভ্যাকসিনের দাম অনেকটা কম হতে পারে বলে আশ্বাস দিয়েছে সেরাম ।
#বেঙ্গালুরু: বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিমাণ টিকা উৎপাদন হয় যে প্রতিষ্ঠানে সেই সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার (এসআইআই) সঙ্গে করোনাভাইরাসের টিকা কেনার চুক্তি করতে চলেছে ভারত সরকার। সেরামের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনার প্রতিডোজ টিকার দাম রাখা হতে পারে ভারতীয় মুদ্রায় ২৫০ টাকা।
বিজনেজ স্ট্যান্ডার্ডে প্রকাশিত একটি খবর থেকে জানা গিয়েছে, অ্যাস্ট্রজেনেকার করোনা টিকার জরুরি ব্যবহারের অনুমতি চেয়ে সোমবার আবেদন করেছে সেরাম ইনস্টিটিউট। সেরামের চিফ এক্সিকিউটিভ অফিসার আদর পুনাওয়ালা আগেই জানিয়েছিলেন, ভারতের বাজারে বেসরকারিভাবে প্রতি ডোজ টিকার দাম পড়তে পারে প্রায় ১০০০ টাকা (১৩.৫৫ডলার)। তবে সরকার এক সঙ্গে বেশি পরিমাণ ভ্যাকসিন কিনলে ভ্যাকসিনের দাম অনেকটা কম হতে পারে বলে আশ্বাসও দিয়েছিলেন তিনি ৷ পাশাপাশি তিনি এও জানান, টিকা সরবরাহের ক্ষেত্রে অন্য দেশের আগে ভারত অগ্রাধিকার পাবে ৷
advertisement
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রের পরই ভারতের স্থান ৷ এখনও পর্যন্ত প্রায় ৯৭ লাখ মানুষ আক্রান্ত হয়েছেন। বিশ্বের এই কঠিন পরিস্থিতিতে ফাইজার ও অ্যাস্ট্রাজেনেকার টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়ার বিষয়টি পর্যালোচনা করছে ভারতীয় কর্তৃপক্ষ।
advertisement
Written by: Simli Dasgupta
view commentsLocation :
First Published :
December 08, 2020 8:26 PM IST