কোভিডে মৃতের পরিবারকে ডেথ সার্টিফিকেটের সঙ্গে দিতে হবে আলাদা বিশেষ সার্টিফিকেট

Last Updated:

সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, ডেথ সার্টিফিকেট যখন ইস্যু করা হচ্ছেই, তখন আলাদা বিশেষ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ঠিক কোথায়?

#চেন্নাই: মৃত্যু মাত্রেই বেদনাদায়ক! কিন্তু কোভিড ১৯ ভাইরাসে সংক্রমিত হয়ে মৃত্যু বিষয়টি একাধিক জটিলতার সৃষ্টি করেছে দেশের বিভিন্ন প্রান্তে। অনেক ক্ষেত্রেই সংক্রমণের ভয়ে মৃতদেহের অন্ত্যেষ্টিতে অংশগ্রহণ করতে চাইছেন না আত্মীয় এবং প্রতিবেশীরা। অনেক ক্ষেত্রে আবার আত্মীয় তথা পরিবার দেহগ্রহণে ইচ্ছুক থাকলেও তাঁদের হাতে তা সমর্পণ করা হচ্ছে না। এবার সেই কোভিড ১৯-এ মৃতের পরিবারের অধিকার সংক্রান্ত একটি বিষয় উঠে এল আদালতে। জানা গেল যে মাদ্রাজ হাই কোর্ট (Madras High Court) রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে কোভিডে মৃতের পরিবারকে ডেথ সার্টিফিকেটের সঙ্গে দিতে হবে আলাদা বিশেষ সার্টিফিকেট!
সঙ্গত কারণেই প্রশ্ন ওঠে, ডেথ সার্টিফিকেট যখন ইস্যু করা হচ্ছেই, তখন আলাদা বিশেষ সার্টিফিকেটের প্রয়োজনীয়তা ঠিককোথায়? এই প্রসঙ্গে ফিরে যেতে হবে এইচ.এ. শ্রীরাজলক্ষ্মী (HA Shrirajalakshmi) নামের জনৈক ব্যক্তির মাদ্রাজ হাই কোর্টে দায়ের করা এক মামলার প্রসঙ্গে। শ্রীরাজলক্ষ্মী আদালতের কাছে আপিল করেছিলেন যে ডেথ সার্টিফিকেটে কোভিড ১৯-এ সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে, এই কথাটি স্পষ্ট ভাবে লেখা থাকা জরুরি। সেক্ষেত্রে যদি মৃত ব্যক্তির কর্মপ্রতিষ্ঠান বা সরকারের তরফে কোনও ক্ষতিপূরণের ঘোষণা থাকে, তা থেকে বঞ্চিত হতে হবে না মৃতের পরিবারকে। অন্তত আর্থিক সাহায্যটুকু সেক্ষেত্রে তাঁদের পরিবারের হাল ধরতে সাহায্য করবে। শ্রীরাজলক্ষ্মীর এই দাবিকে যুক্তিসঙ্গত বলতেই হয়। শুধু উপার্জনশীল ব্যক্তির অভাবে পারিবারিক সঙ্কটই নয়, সঙ্গে রয়েছে কোভিডে চিকিৎসারও খরচ। সব দিক দেখে দেখলে ক্ষতিপূরণ প্রয়োজনীয় তো বটেই!
advertisement
জানা গিয়েছে যে এই মামলাটি প্রথমে উঠেছিল প্রধান বিচারক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় (Sanjib Banerjee) এবং বিচারক সেন্থিলকুমার রামমূর্তির (Senthilkumar Ramamoorthy) বেঞ্চে। তাঁরা প্রথমে যাবতীয় অনুসন্ধানের জন্য ১০ দিন সময় নিয়েছিলেন। অবশেষে বন্দ্যোপাধ্যায় এবং রামমূর্তির বেঞ্চের তরফে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে যে এবার থেকে কোভিড ১৯-এ মৃত ব্যক্তির পরিবারকে ডেথ সার্টিফিকেটের সঙ্গে দিতে হবে আলাদা বিশেষ সার্টিফিকেট, যেখানে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুর উল্লেখ থাকবে। কেন্দ্রীয় সরকারের কাউন্সিলও এই সিদ্ধান্তকে সমর্থন করে মাদ্রাজ হাই কোর্টকে জানিয়েছে যে রাজ্য সরকারের কাছে এই নির্দেশ পৌঁছে দেওয়া হবে এবং আবেদনাধীন বিষয়টি সুপ্রিম কোর্টেরও বিষয়গোচর করা হবে।
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কোভিডে মৃতের পরিবারকে ডেথ সার্টিফিকেটের সঙ্গে দিতে হবে আলাদা বিশেষ সার্টিফিকেট
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement