৩ মাসের জন্য ১৪৪ ধারা জারি, করোনা রুখতে ঘোষণা ছত্তীসগড়ের

Last Updated:

ছত্তীসগড়ের করোনা সংক্রমণের পরিস্থিতি অবশ্য অন্যান্য অনেক রাজ্যের তুলনাতেই যথেষ্ট ভাল৷

#ছত্তীসগড়: সোমবার থেকেই দেশে জারি হয়েছে নতুন লকডাউন৷ আগামী ৩১ মে পর্যন্ত লকডাউনে থাকবে গোটা দেশ৷ করোনা সংক্রমণ রুখতে সন্ধে সাতটার পর কাউকে বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হয়েছে৷ প্রয়োজনে ১৪৪ ধারা জারি করার জন্য রাজ্যগুলিকে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷
দেশের প্রথম রাজ্য হিসেবে টানা তিন মাসের জন্য গোটা রাজ্যে ১৪৪ ধারা জারি করল ছত্তীসগড়ের প্রশাসন৷ রবিবার বিকেলে এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে রাজ্য প্রশাসন৷ এর ফলে রাজ্যের কোনও জায়গাতেই চারজনের বেশি একত্রিত হতে পারবেন না৷
রাজ্য সরকারের নির্দেশিকা জারি অনুযায়ী, রাজ্যের ২৮টি জেলাতেই এখনও করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি৷ জেলাশাসকদের সুপারিশ মেনেই রাজ্য প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে বলে ছত্তীসগড়ের সরকারের তরফে জানানো হয়েছে৷
advertisement
advertisement
এই নির্দেশিকা অনুযায়ী আগামী ১৬ অগাস্ট পর্যন্ত এই নির্দেশিকা বলবৎ থাকবে৷
নির্দেশ ভঙ্গ করলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও রাজ্য প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছে৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের সর্বশেষ নির্দেশিকায় স্টেডিয়াম এবং স্পোর্টস কমপ্লেক্স দর্শকবিহীন অবস্থায় চালুর কথা বলা হলেও আপাতত সেই অনুমতিও দিচ্ছে না ছত্তীসগড়ের সরকার৷
ছত্তীসগড়ের করোনা সংক্রমণের পরিস্থিতি অবশ্য অন্যান্য অনেক রাজ্যের তুলনাতেই যথেষ্ট ভাল৷ রবিবার পর্যন্ত রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৯২৷ তার মধ্যে চিকিৎসাধীন রয়েছেন ৩৩ জন৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
৩ মাসের জন্য ১৪৪ ধারা জারি, করোনা রুখতে ঘোষণা ছত্তীসগড়ের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement