কয়েকজনের জন্য গোটা সম্প্রদায়কে দায়ী করা ঠিক নয়, সম্প্রীতির বার্তা দিলেন ভাগবৎ

Last Updated:

পাশাপাশি এ দিন আরও বেশি করে স্বদেশি পণ্য ব্যবহারের উপর জোর দিয়েছেন সঙ্ঘপ্রধান৷

নিজামুদ্দিন কাণ্ডের পর করোনা সংক্রমণ ছড়ানোর দায়ে অভিযুক্ত করা হয়েছিল ওই ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের৷ এ দিন আরএসএস প্রধান মোহন ভাগবৎ সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে বললেন, কয়েকজনের ভুলের জন্য গোটা সম্প্রদায়কে দায়ী করা ঠিক নয়৷ তিনি আরও বলেন, কঠিন এই সময়ে জাতীয় ঐক্য আরও মজবুত করতে হবে৷ তা না হলে সুযোগ সন্ধানী শক্তিরা দুই সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বৃদ্ধি চেষ্টা করবে বলেও সতর্ক করেন সঙ্ঘপ্রধান৷
ভিডিও বার্তায় মোহন ভাগবৎ বলেন, 'যদি কেউ ভয়ে বা রাগ থেকে কোনও ভুল কিছু করে ফেলেন, তাহলে তার জন্য গোটা সম্প্রদায়কে ভুল বুঝে দূরে সরিয়ে দেওয়া উচিত নয়৷' তবলিঘি জামাতের সমাবেশের পর মুসলিম সমাজের প্রতি বিরূপ প্রতিক্রিয়া দেখানোর প্রবণতা তৈরি হয়েছিল৷ তাতে রাশ টানতেই সঙ্ঘপ্রধান এমন বার্তা দিলেন বলে মনে করা হচ্ছে৷ পাশাপাশি, কয়েকদিন আগে মহারাষ্ট্রে তিন সন্ন্যাসীকে পিটিয়ে হত্যার ঘটনাতেও যাতে আর উত্তেজনা না বাড়ে, সহনশীলতা এবং একতার বার্তা দিয়ে সম্ভবত সেটাই বোঝাতে চাইলেন ভাগবৎ৷ দেশ বিরোধী উস্কানি দিয়ে কেউ যাতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে চিড় না ধরাতে পারে, তার জন্য ধর্মীয় গুরুদেরই এগিয়ে এসে মানুষকে বোঝানোর দায়িত্ব নিতে হবে বলেও আবেদন করেন তিনি৷
advertisement
করোনা সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব মেনে চলার পরামর্শ দিয়েছে সরকার৷ ধর্মীয় আচার পালনেও বাধা হয়ে দাঁড়াচ্ছে এই বিষয়টি৷ আর তাকে হাতিয়ার করেও ধর্মীয় জিগিড় তুলে দেশবিরোধী শক্তি যে প্ররোচনা দিতে পারে, সে বিষয়েও সতর্ক করেছেন ভাগবৎ৷
advertisement
পাশাপাশি এ দিন আরও বেশি করে স্বদেশি পণ্য ব্যবহারের উপর জোর দিয়েছেন সঙ্ঘপ্রধান৷ তাঁর মতে, লকডাউনের মধ্যে মানুষ যদি স্বদেশি পণ্যের ভরসাতেই বাঁচতে পারেন, তাহলে ভবিষ্যতেও তা সম্ভব৷ তিনি বলেন, লকডাউন দেশের মানুষের সামনে বিদেশি নির্ভরতা কমিয়ে আত্মনির্ভর হওয়ার সুযোগ এনে দিয়েছে৷ কিন্তু দেশে উৎপাদিত পণ্যের গুণমানে যাতে কোনও খামতি না থাকে, সেই বিষয়টিও মাথায় রাখতে বলেন তিনি৷ ভাগবৎ বলেন, 'কয়েকদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্রামের প্রধানদের বলেছেন যে এই বর্তমান সমস্যা আমাদের আত্মনির্ভর করে তুলছে৷ আমাদের কর্মসংস্থানের উপরে জোর দিতে হবে৷ যে শ্রমিকরা গ্রামে ফিরে গিয়েছেন, তাঁরা কি ফিরে এসে আসবেন? কাজ ফিরে পাবেন? তাঁদের কি মাইনে দেওয়ার ক্ষমতা থাকবে নিয়োগকারীদের?'
advertisement
একই সঙ্গে মহারাষ্ট্রের পালগড়ে দুই সন্ন্যাসীর পিটিয়ে হত্যার ঘটনারও নিন্দা করেছেন ভাগবৎ৷ তিনি বলেন, এই ধরনের ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা পরিস্থিতিতে প্রভাব পড়বে৷ এই ধরনের ঘটনা আটকাতে পুলিশ কী ভূমিকা নিচ্ছে, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
কয়েকজনের জন্য গোটা সম্প্রদায়কে দায়ী করা ঠিক নয়, সম্প্রীতির বার্তা দিলেন ভাগবৎ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement