ইতালিতে করোনার তাণ্ডব চলছেই ! জুভেন্তাস ছাড়তে চান রোনাল্ডো
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ইতালিতে করোনার তাণ্ডবের জেরে জুভেন্তাস ছাড়ার ইচ্ছেপ্রকাশ সিআর সেভেনের ৷
#তুরিন: করোনায় আক্রান্ত বিশ্ব ৷ সম্ভবত তার সবচেয়ে বড় প্রভাব পড়তে চলেছে ইতালিয়ান ফুটবলে ৷ করোনার জেরে জুভেন্তাস ছাড়তে চান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ এমনই ইঙ্গিত দিয়েছেন সিআর সেভেনের ম্যানেজার জর্জ মেন্ডিস ৷
Stay home and keep stylish #stayhomestaysafe pic.twitter.com/SkPiUwzCxn
— Cristiano Ronaldo (@Cristiano) April 4, 2020
advertisement
করোনার জেরে আপাতত পর্তুগালে গৃহ পর্যবেক্ষণে রয়েছেন তারকা ফুটবলার ৷ ২০১৮-তে ১০০ মিলিয়ন পাউন্ডের বদলে জুভেন্তাসে যোগ দিয়েছিলেন তিনি ৷ করোনার জেরে সব দেশেরই ঘরোয়া ফুটবলই বন্ধ ৷ তবে পর্তুগালে আইসোলেশনটা মন্দ কাটছে না রোনাল্ডোর. কিন্তু মেদেইরায় নিজের বাড়িতে থাকছেন না তিনি ৷ থাকছেন শহর লাগোয়া ক্যানিকাল নামে একটি মৎস্যজীবীদের গ্রামে ৷ যেখানে প্রত্যেক সপ্তাহের ঘর ভাড়া সাড়ে তিন হাজার পাউন্ড ৷
Location :
First Published :
April 10, 2020 10:59 AM IST