#মুম্বই : মাসকয়েক আগেই তাঁর অসুস্থতার খবরে সংবাদ মাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায় সকলের নজরে এসেছিলেন পরিচালক ও কোরিওগ্রাফার রেমো ডিসুজা (Remo D’souza)। এবার ফের হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিং তালিকায় প্রায় শীর্ষে উঠে এসেছেন এই জনপ্রিয় কোরিওগ্রাফার। তবে এবার তাঁর শিরোনামে উঠে আসার পেছনে তাঁর নিজের কোনও হাত নেই। বিশেষ কিছু করেননি তিনি। শারীরিকভাবেও সুস্থই আছেন কোরিওগ্রাফার। তাহলে কী কারণে তাঁর নাম আবার শিরোনামে?
View this post on Instagram
অক্সিজেনের মতোই দেশজুড়ে ইদানিং আকাল দেখা দিয়েছে এই করোনা চিকিৎসার গুরুত্বপূর্ণ ইঞ্জেকশনটির। অসাধু ব্যবসায়ীরা কালোবাজারি করে ২৫ এর জায়গায় ৪০ হাজার টাকায় বিক্রি করছেন এই প্রয়োজনীয় ওষুধ। পুলিস প্রশাসন তৎপর হয়েছে কালোবাজারি রুখতে। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধের নামের উচ্চারণ বেশ জটিল। একথা স্বীকার করে নিয়েছেন খোদ কোরিওগ্রাফারও। তাঁর প্রতিক্রিয়ায় রেস থ্রি-এর পরিচালক মজা করে বলেন, "আমিও এই ওষুধকে আমার নামের একটি আন্টি-ভাইরাল ওষুধ বলতেই বেশি সহজ বোধ করব।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus 2nd wave, Remdesivir