Janata Curfew| জনতা কারফিউ! তালি বাজানোর রিহার্সাল চলল আবাসনগুলিতে, দেখুন ভিডিও

Last Updated:

রাত পোহালেই জনতা কারফিউ দেশজুড়ে৷ করোনা ভাইরাসের শৃঙখ্ল ভাঙার জন্য রবিবার স্তব্ধ হচ্ছে দেশ৷ কেউ বাইরে বেরোবে না৷ রাস্তা-ঘাট শুনশান৷

#নয়াদিল্লি: রাত পোহালেই জনতা কারফিউ দেশজুড়ে৷ করোনা ভাইরাসের শৃঙখ্ল ভাঙার জন্য রবিবার স্তব্ধ হচ্ছে দেশ৷ কেউ বাইরে বেরোবে না৷ রাস্তা-ঘাট শুনশান৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জনতা কারফিউ ঘোষণার পাশাপাশি, জরুরি পরিষেবায় যুক্ত ব্যক্তিদের ধন্যবাদ জানানোরও আর্জি জানিয়েছেন৷ বিকেল ৫টায় বাড়ির বারান্দা, জানলা বা ব্যালকনিতে দাঁড়িয়ে হাত তালি বাজিয়ে বা থালা বাজিয়ে ধন্যবাদ জানাতে হবে৷
কী ভাবে চলবে তালি, তার জন্য আজ অর্থাত্‍ শনিবার নয়ডা, গাজিয়াবাদ, গুরগাঁওয়ে বিভিন্ন আবাসনে ব্যালকনিতে দাঁড়িয়ে তালি দেওয়ার রিহার্সাল দিলেন সবাই মিলে৷ কয়েক হাজার পরিবার তালি দিলেন৷ এখানেই শেষ নয়, কেউ কেউ শাঁখ বাজালেন৷ কেউ আবার জোরে জোরে গায়ত্রী মন্ত্র জপ করলে করোনাভাইরাস তাড়াতে৷
করোনা ভাইরাসে এখনও পর্যন্ত ভারতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৩১৫৷ মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Janata Curfew| জনতা কারফিউ! তালি বাজানোর রিহার্সাল চলল আবাসনগুলিতে, দেখুন ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement