#ঢাকা: বিশ্বজুড়ে থাবা বসিয়েছে মারণ ভাইরাস করোনা ৷ বাংলাদেশেও ক্রমে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা ৷ সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুও ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় রেকর্ড সংখ্যায় মৃত্যু হয়েছে বাংলাদেশে ৷
একদিনে সবচেয়ে বেশি মৃত্যু ও সবচেয়ে বেশি সংখ্যায় মানুষ সেদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে খবর ৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ জন ৷ নতুন করে আক্রান্তের সংখ্যা ২৯ জন ৷ এই নিয়ে বাংলাদেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৩ জন ৷ আক্রান্তের সংখ্যা ১১৭ জন ৷ বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই রিপোর্ট দেওয়া হয় সোমবার ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangladesh, Coronavirus