Milind Soman : কোভিড মুক্ত মিলিন্দ সোমান, আগামী দশ দিন পর প্লাজমা দানের ঘোষণা!

Last Updated:

এই মুহূর্তে হোম কোয়ারেন্টাইনেই আছেই মিলিন্দ (Milind Soman)। সেখান থেকেই জানিয়েছেন, তিনি ১০ দিন পরেই প্লাজমা ডোনেট করবেন করোনা (Covid-19) রোগীদের জন্য।

কোভিড মুক্ত মিলিন্দ সোমান
কোভিড মুক্ত মিলিন্দ সোমান
নেটমাধ্যমে প্রায়ই নিজের ফিটনেস ভিডিও পোস্ট করে জনসাধারণকে স্বাস্থ্য ও শরীরচর্চার ব্যাপারে উদ্বুদ্ধ করেন এই পঞ্চাশ ছুঁইছুঁই অভিনেতা। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখেও প্রশংসা শোনা গিয়েছে মিলিন্দের স্বাস্থ্যচর্চার। তবে সাম্প্রতিক সময়ে করোনায় আক্রান্ত হয়েছিলেন মিলিন্দ। নেটদুনিয়ায় প্রশ্ন উঠেছিল এত ফিট থেকেও কীভাবে করোনাযা আক্রান্ত হলেন তিনি। জবাই মিলিন্দ বুঝিয়েছিলেন করোনায় আক্রান্ত হতে পারেন যেকোনও ব্যক্তি। তবে শরীর যদি 'ফিট' থাকে তাহলে এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি পাওয়া যায়। সেক্ষেত্রে চটজলদি ভাইরাস কাবু করতে পারে না।
advertisement
সম্প্রতি,সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ফিটনেস ভিডিও আপলোড করেছেন পঞ্চাশের 'যুবক'। ভিডিওতে সুঠাম চেহারার এই অভিনেতাকে দেখা যাচ্ছে দু'হাতে একেবারে দেশি কায়দায় মুগুর ভাঁজতে। প্রসঙ্গত, নির্দিষ্ট দূরত্ব থেকে এই ভিডিওটি শ্যুট করেছেন মিলিন্দের স্ত্রী অঙ্কিতা। মিলিন্দের এই ভিডিওতে তাঁর অদম্য মনোবলের কথা উল্লেখ করে তাঁকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
advertisement
advertisement
সেই ভিডিওর ক্যাপশনেই তিনি লেখেন আগামী দশ দিন পর তিনি প্লাজমা দেন করবেন। প্রশ্ন উঠেছে, 'দশ দিন পর কেন?' আসলে, করোনা আক্রান্তদের সাহায্যার্থে প্লাজমা দান করার কিছু বিধি নিষেধ রয়েছে। করোনায় যাঁরা একবার আক্রান্ত হয়েছেন,তাঁরাই কেবল পারবেন প্লাজমা দান করতে। তাই সব নিয়ম মেনেই আগামী দশ দিন পর নিজের প্লাজমা দানের সিদ্ধান্ত নিয়েছেন মিলিন্দ।
advertisement
কেরিয়ারই হোক কিংবা ব্যক্তিগত জীবন, চেনা ছকের বাইরে হাঁটাই চলন মিলিন্দের। মডেলিং কেরিয়ারের তুঙ্গে থাকাকালীন শুরুকরেছিলেন বলিউডে অভিনেতা হিসেবে পথ চলা। সেখান থেকে বর্তমানে দেশের অন্যতম 'ফিটনেস আইকন'। দৌড়বিদ হিসেবেও তিনি প্রশংসা কুড়িয়েছেন। কখনও কাঁচের দেওয়াল ঘেরা বাতানুকূল জিমে কিংবা কখনও প্রকৃতির কোলে করা তাঁর শারীরিক কসরতের ভিডিও দেখে মজেন নেটিজেনরা। মিলিন্দ বলেন, এই ভিডিও পোস্ট করার অন্যতম উদ্দেশ্য, জনসাধারণের মধ্যে ফিটনেসের ব্যাপারে সচেতনতা গড়ে তোলা।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Milind Soman : কোভিড মুক্ত মিলিন্দ সোমান, আগামী দশ দিন পর প্লাজমা দানের ঘোষণা!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement