করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে বীরভূমে, শুরু হল র্যান্ডম টেস্ট
- Published by:Simli Raha
Last Updated:
গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত আরও ৫ জন। এই নিয়ে আজ পর্যন্ত আক্রান্ত হল মোট ৩৭০ জন।
Supratim Das
#বীরভূম: বীরভূমে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে মারণ ভাইরাস কোভিড-১৯ এ আক্রান্ত আরও ৫ জন। এই নিয়ে আজ পর্যন্ত আক্রান্ত হল মোট ৩৭০ জন। তার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৩১ জন। সংক্রামণের সংখ্যা প্রতিদিন যে ভাবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাতে বীরভূম জেলা প্রশাসনের উদ্যোগে আজ সিউড়ির এস পি মোড়ে, সিউড়ি পুরসভার পক্ষ থেকে র্যান্ডম করোনা টেস্ট করা হল।
advertisement
যদিও আগেই বীরভূম জেলা প্রশাসন এই টেস্ট শুরু করে দিয়েছিল বীরভূমের বিভিন্ন প্রান্তে। আজকে আরও ৫৮ জন সিউড়ির বাসিন্দার টেস্ট করা হল। বীরভূম জেলা প্রশাসন সূত্রে খবর, বর্তমানে মোট ৩৬ জন বীরভূমের কোভিড হাসপাতলে চিকিৎসাধীন আছেন। বীরভূম জেলা প্রশাসনের তরফ থেকে জনসাধারণকে বারবার এই মারণ ভাইরাস নিয়ে সতর্ক করা সত্ত্বেও কিছু মানুষকে প্রকাশ্যে এখনও বাজারে মাস্ক ব্যবহার না করে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। সেই কারণে বীরভূম জেলা প্রশাসন বিভিন্ন জায়গায় অভিযান চালায় । তার সঙ্গে যেসব সাধারণ মানুষ মাস্ক ব্যবহার না করে ঘুরে বেড়াচ্ছেন তাঁদের উপর কড়া ব্যবস্থা নেওয়া হয়। বারবার মাস্ক পরে বেরোনোর অনুরোধ করা হচ্ছে সাধারণ জনগনকে।
advertisement
Location :
First Published :
July 22, 2020 10:24 PM IST