করোনার কোপ ধর্মীয় অনুষ্ঠানে! বাতিল রামনবমী উৎসবের শোভাযাত্রা
- Published by:Piya Banerjee
Last Updated:
বাতিল শিলিগুড়ি শহরের একাধিক রামনবমী শোভাযাত্রা।
#শিলিগুড়ি: করোনার কোপ ধর্মীয় অনুষ্ঠানেও! বাতিল শিলিগুড়ি শহরের একাধিক রামনবমী শোভাযাত্রা। গত কয়েক বছর ধরে মহা ধুমধামের সঙ্গে শিলিগুড়িতে পালিত হয়ে আসছিল রামনবমী। রীতিমতো উৎসবের আকার নিয়েছিল রামনবমী। ইতিমধ্যেই শহরে একাধিক হোর্ডিং, ব্যানার ছড়িয়ে পড়েছিল রামনবমী উৎসব নিয়ে। প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু করোনার ধাক্কায় উৎসবে ভাঁটা! রামনবমীর দিনে সকাল থেকেই শহরের বিভিন্ন জায়গা থেকে ছোটো ছোটো মিছিল বের হত। মিছিল এসে যোগ দিত হাসমি চকে। তারপর হিলকার্ট রোডে বিশাল শোভাযাত্রা পরিক্রমা করতো। গাড়ি, বাইক নিয়ে মিছিল হত। স্তব্ধ হয়ে যেত শহরের স্বাভাবিক জনজীবন। কিন্তু মারণ করোনা যেভাবে গ্রাস করছে গোটা দেশকে, রাজ্যেও নতুন করে আরো এক জনের খোঁজ মিলেছে। স্বাভাবিভাবেই সতর্ক রাজ্য এবং কেন্দ্র।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নির্দেশ দিয়েছে, জনসমাগম নয়। এড়িয়ে চলতে হবে ভিড়। ইতিমধ্যেই মিটিং, মিছিল সহ রাজনৈতিক কর্মসূচী স্থগিত রেখেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারে শিলিগুড়িতে রামনবমীর মিছিল হবে না বলে জানিয়েছেন রামনবমী মহোৎসব কমিটির উদ্যোক্তারা। কেন্দ্রীয় সরকারের নির্দেশ মেনেই এই সিদ্ধান্ত বলে উদ্যোক্তারা জানিয়েছে। জমায়েত এড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বাড়িতে বাড়িতে উৎসব পালিত হবে। কীর্তনের আসরও বসবে। তবে রাস্তায় বড় শোভাযাত্রা নয়। কেননা হাজার হাজার মানুষ ভিড় জমায় শোভাযাত্রায়। লাফিয়ে লাফিয়ে ভিড় বাড়ছিল শোভাযাত্রায়। গত বছর শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। অন্য একটি শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তও। এবারে সংখ্যাটা আরো বাড়তে পারতো। করোনা সতর্কতায় শোভাযাত্রা এই বছির বাতিলের সিদ্ধান্ত। পরিবর্তে নবরাত্রী অবশ্য পালিত হবে। অন্যভাবে। আগামী ২৫ মার্চ থেকে ৯ এপ্রিল নবরাত্রী পালিত হবে শহরে। বাড়ি বাড়ি গিয়ে তা পালন করা হবে। জানিয়েছেন উদ্যোক্তারা।
advertisement
PARTHA PRATIM SARKAR
advertisement
Location :
First Published :
March 20, 2020 4:38 PM IST