স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে হাতে গবেষণা পত্র নিয়ে ফের করোনার ওষুধ আনলেন বাবা রামদেব

Last Updated:

যোগগুরু বাবা রামদেব (Ramdev) ঠিকই করে নিয়েছেন যে, করোনা যুদ্ধে দেশবাসীর পাশে তিনি দাঁড়াবেনই৷ ফের একবার তাঁর সংস্থা পতঞ্জলি বাজারে নিয়ে আসল করোনার ওষুধ 'করোনিল'

#নয়াদিল্লি: যোগগুরু বাবা রামদেব (Ramdev) ঠিকই করে নিয়েছেন যে, করোনা যুদ্ধে দেশবাসীর পাশে তিনি দাঁড়াবেনই৷ ফের একবার তাঁর সংস্থা পতঞ্জলি বাজারে নিয়ে আসল করোনার ওষুধ 'করোনিল' (Coronil)৷ শনিবার একটি অনুষ্ঠানে হাতে গবেষণা পত্র নিয়েই রামদেব করোনিলের আনুষ্ঠানিক প্রকাশ করেন৷ তাঁর দাবি এটিই "প্রথম প্রমাণ ভিত্তিক করোনার ওষুধ"৷
এদিনের অনুষ্ঠানে রামদেবের সঙ্গে ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন (Harsh Vardhan) ও কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari)৷ রামদেবের দাবি করোনিল বিশ্ব স্বাস্থ্য সংগঠন 'হু'-এর সংশাপত্রও পেয়েছে৷ যা ১৫৮টি দেশে রফতানি করার ক্ষেত্রেও কোনও সমস্যা নেই৷
advertisement
advertisement
এই নিয়ে দ্বিতীয়বার রামদেব করোনার ওষুধ বাজারে আনলেন৷ গত বছরের মাঝামাঝি সময় যখন সারা বিশ্ব করোনা টিকার জন্য মুখিয়ে ছিল, তখন রামদেবের করোনিল হইচই ফেলে দিয়েছিল৷ তিনি জানান যে, পতঞ্জলির করোনিল ট্যাবলেট নাকি ৭ দিনেই করোনা সারিয়ে দেবে! এমনকী করোনিল বাজারেও বার করেন তিনি৷ কিন্তু এরপরেই টনক নড়ে কেন্দ্রের৷ উত্তরাখণ্ডের আয়ুর্বেদ বিভাগ সাফ জানিয়ে দেয় যে, রামদেবের পতঞ্জলি করোনা চিকিৎসায় ওষুধ ব্যবহারের কোনও লাইসেন্সই নেয়নি! আয়ুর্বেদ বিভাগ আরও জানায় যে, রামদেবের সংস্থা শুধুই জ্বর ও রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ওষুধ বানাবে বলেই অনুমোদন চেয়েছিল৷
advertisement
কেন্দ্রীয় সরকারের আয়ুশ মন্ত্রক বাধ্য হয়ে পতঞ্জলিকে করোনার বিজ্ঞাপন বন্ধের নির্দেশ দেয়। এফআইআরও হয়েছিল রামদেবের বিরুদ্ধে। বিতর্ক চাপা দিতে পতঞ্জলি জানায় যে, তারা করোনার ওষুধই বার করেনি৷ ফের একবার নয়া উদ্যমে মাঠে নামেন রামদেব৷ আয়ুশ মন্ত্রকের ছাড়পত্র ও হু-র শংসাপত্র জুটিয়েই রামদেব করোনিল নিয়ে করোনার সঙ্গে যুদ্ধ শুরু করলেন৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে হাতে গবেষণা পত্র নিয়ে ফের করোনার ওষুধ আনলেন বাবা রামদেব
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement