হোম /খবর /দেশ /
করোনা রুখতে রেলওয়ের বড় সিদ্ধান্ত, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত ট্রেন

Coronavirus: লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা, করোনা রুখতে রেলওয়ের বড় সিদ্ধান্ত, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ সমস্ত ট্রেন

করোনার বিরুদ্ধে লড়তে রেল লকডাউন ৷ আজ, রবিবার ২২ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মাঝরাত পর্যন্ত সমস্ত রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: ভারতে ভয়াল রূপ নিচ্ছে করোনা ৷ হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ লাফিয়ে বাড়ছে মৃত্যুও ৷ করোনার সংক্রমণ আটকে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের ৷ করোনার বিরুদ্ধে লড়তে রেল লকডাউন ৷ আজ, রবিবার ২২ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মাঝরাত পর্যন্ত সমস্ত রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ৷

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, রবিবার মাঝরাত থেকে ৩১ তারিখ মাঝরাত পর্যন্ত রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে ৷ এই সময়ের মধ্যেকোনও মেল, এক্সপ্রেস ট্রেন চলবে না ৷ বন্ধ শতাব্দী, দুরন্ত, রাজধানীর মতো ট্রেনও ৷ কোনও লোকাল, প্যাসেঞ্জার ট্রেন চলবে না ৷ ট্রেনের ভিড় থেকে সংক্রমণ আরও মারাত্মকভাবে ছড়িয়ে পড়ার আশঙ্কা থেকেই রেলের এমন লকডাউনের সিদ্ধান্ত বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ ৷ করোনা ভাইরাস সংক্রমণকে আরও মারাত্মক হয়ে ওঠা থেকে আটকাতে এমন সিদ্ধান্ত দরকার ছিল বলে জানাচ্ছেন চিকিৎসকেরাও ৷ তবে অত্যাবশ্যকীয় পণ্য পরিবহণের জন্য চলবে মালগাড়ি ৷ শুধু ট্রেনই নয়, এমনকী ৩১ মার্চ পর্যন্ত কলকাতায় মেট্রোও বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

উল্লেখ্য, এদিনের জনতা কার্ফুকে মাথায় রেখে শনিবার ২১ মার্চ রাত থেকে রবিবার ২২ মার্চ রাত ১০টা অবধি কোনও প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে না বলে আগেই জানিয়েছিল রেল ৷ অন্যদিকে, রেলের এই সিদ্ধান্ত ঘোষণার আগে মহারাষ্ট্র সরকার ২৩ মার্চ থেকে ৩১ মার্চ অবধি মু্ম্বইয়ের সমস্ত লোকাল ট্রেনে সাধারণ মানুষের যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল ৷ একইসঙ্গে এও বলা হয়েছিল, শুধুমাত্র সরকারী কর্মচারী, স্বাস্থ্য দফতর ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের জন্য ট্রেন চালানো হবে ৷

ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷ এই রাজ্যেই ১০ জন আরও করোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন মুম্বইয়ের ও ৪ জন পুণের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ ৷

ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷

এদিকে করোনা মোকাবিলায় নতুন পরীক্ষা বিধি জারি করল ICMR। নয়া বিধিতে বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট হলেই পরীক্ষা করতে হবে। উপসর্গ থাক না থাক, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।

Published by:Elina Datta
First published:

Tags: Corona outbreak in Kolkata, Corona Virus, Coronavirus, COVID-19, Indian Railways, Indian Railways Lock Down, Janata Curfew, Railways