#নয়াদিল্লি: ভারতে ভয়াল রূপ নিচ্ছে করোনা ৷ হু-হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ লাফিয়ে বাড়ছে মৃত্যুও ৷ করোনার সংক্রমণ আটকে বড় সিদ্ধান্ত ভারতীয় রেলওয়ের ৷ করোনার বিরুদ্ধে লড়তে রেল লকডাউন ৷ আজ, রবিবার ২২ মার্চ মধ্যরাত থেকে ৩১ মার্চ মাঝরাত পর্যন্ত সমস্ত রেল চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ৷
ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে, রবিবার মাঝরাত থেকে ৩১ তারিখ মাঝরাত পর্যন্ত রেল পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে ৷ এই সময়ের মধ্যে
উল্লেখ্য, এদিনের জনতা কার্ফুকে মাথায় রেখে শনিবার ২১ মার্চ রাত থেকে রবিবার ২২ মার্চ রাত ১০টা অবধি কোনও প্যাসেঞ্জার ট্রেন ছাড়বে না বলে আগেই জানিয়েছিল রেল ৷ অন্যদিকে, রেলের এই সিদ্ধান্ত ঘোষণার আগে মহারাষ্ট্র সরকার ২৩ মার্চ থেকে ৩১ মার্চ অবধি মু্ম্বইয়ের সমস্ত লোকাল ট্রেনে সাধারণ মানুষের যাত্রা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিল ৷ একইসঙ্গে এও বলা হয়েছিল, শুধুমাত্র সরকারী কর্মচারী, স্বাস্থ্য দফতর ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত মানুষদের জন্য ট্রেন চালানো হবে ৷
ভারতে করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে ৷ এই মুহূর্তে ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩২৪ জন মানুষ ৷ তবে রবিবার ভারতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৬ ৷ করোনায় আক্রান্ত হয়ে রবিবার প্রাণ গেল মহারাষ্ট্রের ৫৬ বছরের এক ব্যক্তির ৷ মহারাষ্ট্রে এই নিয়ে দু’জন ব্যক্তি করোনার কোপে মারা গেলেন ৷ এই রাজ্যেই ১০ জন আরও করোনায় আক্রান্ত হয়েছে ৷ যার মধ্যে ৬ জন মুম্বইয়ের ও ৪ জন পুণের ৷ ইতিমধ্যেই মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৭৪ ৷
ভারতে এখনও পর্যন্ত করোনায় সুস্থ ২৪ জন ৷ ভাইরাস মোকাবিলায় কার্যত লকডাউন রাজস্থান, মহারাষ্ট্র এবং পঞ্জাব ৷ বিহার, ওড়িশায় আংশিক লকডাউন করা হয়েছে ৷ এদিকে ভারতে করোনায় মৃত বেড়ে ৬ ৷ ফের মহারাষ্ট্রে করোনা আক্রান্তের মৃত্যু হল রবিবার ৷ মুম্বইয়ে এই নিয়ে দ্বিতীয় করোনা আক্রান্তের মৃত্যু হল ৷
এদিকে করোনা মোকাবিলায় নতুন পরীক্ষা বিধি জারি করল ICMR। নয়া বিধিতে বলা হয়েছে, সর্দি-কাশি-জ্বর-শ্বাসকষ্ট হলেই পরীক্ষা করতে হবে। উপসর্গ থাক না থাক, করোনা আক্রান্তের সংস্পর্শে এলেই করোনা পরীক্ষা বাধ্যতামূলক।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona outbreak in Kolkata, Corona Virus, Coronavirus, COVID-19, Indian Railways, Indian Railways Lock Down, Janata Curfew, Railways