MNREGA প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি, মোদিকে ধন্যবাদ জানালেন রাহুল

Last Updated:

লকডাউনের ধাক্কা সামলে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

#নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকার সমালোচনায় বার বার সরব হয়েছেন৷ পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্যও কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন৷ সেই রাহুল গান্ধিই এবার মনরেগা প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের সুযোগ দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন৷
লকডাউনের ধাক্কা সামলে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার মধ্যে ৪০ হাজার কোটি টাকা পরিযায়ী শ্রমিকদের মনরেগা প্রকল্পে সুযোগ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের দাবি, কাজ হারনো পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরে মনরেগা প্রকল্পে কাজ করে উপার্জন করতে পারবেন৷
advertisement
কেন্দ্রের এই পদক্ষেপেই খুশি রাহুল গান্ধি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'ইউপিএ আমলে শুরু হওয়া MNREGA প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী৷ MNREGA প্রকল্পের দূরদর্শিতাকে বোঝা এবং তা আরও প্রসারিত করার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই৷'
advertisement
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সূত্র অনুযায়ী, এমনিতেই MNREGA প্রকল্পে বছরে ৬১ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ থাকে৷ নতুন করে তাতে আরও অর্থ বরাদ্দ হওয়ায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বাজেট বেড়ে ১ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা হয়ে গিয়েছে৷
এমনিতে প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা৷ এই প্যাকেজের ফলে বাস্তবে আমজনতা কতটা উপকৃত হবেন, তা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে৷ তবে পরিযায়ী শ্রমিকদের জন্য মনরেগা প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়াকে যে কংগ্রেস স্বাগত জানাচ্ছে, রাহুল গান্ধির এই ট্যুইটই তা প্রমাণ করল৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
MNREGA প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি, মোদিকে ধন্যবাদ জানালেন রাহুল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement