MNREGA প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি, মোদিকে ধন্যবাদ জানালেন রাহুল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লকডাউনের ধাক্কা সামলে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
#নয়াদিল্লি: লকডাউন পরিস্থিতিতে কেন্দ্রের ভূমিকার সমালোচনায় বার বার সরব হয়েছেন৷ পরিযায়ী শ্রমিকদের দুর্দশার জন্যও কেন্দ্রের দিকে আঙুল তুলেছেন৷ সেই রাহুল গান্ধিই এবার মনরেগা প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের সুযোগ দেওয়ার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানালেন৷
লকডাউনের ধাক্কা সামলে দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে ২০ লক্ষ কোটির প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তার মধ্যে ৪০ হাজার কোটি টাকা পরিযায়ী শ্রমিকদের মনরেগা প্রকল্পে সুযোগ দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে৷ কেন্দ্রীয় সরকারের দাবি, কাজ হারনো পরিযায়ী শ্রমিকরা নিজ নিজ রাজ্যে ফিরে মনরেগা প্রকল্পে কাজ করে উপার্জন করতে পারবেন৷
advertisement
কেন্দ্রের এই পদক্ষেপেই খুশি রাহুল গান্ধি৷ ট্যুইটারে তিনি লিখেছেন, 'ইউপিএ আমলে শুরু হওয়া MNREGA প্রকল্পে অতিরিক্ত ৪০ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করেছেন প্রধানমন্ত্রী৷ MNREGA প্রকল্পের দূরদর্শিতাকে বোঝা এবং তা আরও প্রসারিত করার জন্য আমি তাঁকে ধন্যবাদ জানাই৷'
advertisement
प्रधानमंत्री ने UPA काल में सृजित MNREGA स्कीम के लिए 40,000 करोड़ का अतिरिक्त बजट देने की मंज़ूरी दी है। MNREGA की दूरदर्शिता को समझने और उसे बढ़ावा देने के लिए हम उनके प्रति आभार प्रकट करते हैं।#ModiUturnOnMNREGA pic.twitter.com/XMOmhXhVeD
— Rahul Gandhi (@RahulGandhi) May 18, 2020
advertisement
কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সূত্র অনুযায়ী, এমনিতেই MNREGA প্রকল্পে বছরে ৬১ হাজার কোটি টাকারও বেশি বাজেট বরাদ্দ থাকে৷ নতুন করে তাতে আরও অর্থ বরাদ্দ হওয়ায় কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের বাজেট বেড়ে ১ লক্ষ ৯৫ হাজার কোটি টাকা হয়ে গিয়েছে৷
এমনিতে প্রধানমন্ত্রীর ঘোষণা করা ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজ নিয়েও প্রশ্ন তুলছে বিরোধীরা৷ এই প্যাকেজের ফলে বাস্তবে আমজনতা কতটা উপকৃত হবেন, তা নিয়েই প্রশ্ন তোলা হচ্ছে৷ তবে পরিযায়ী শ্রমিকদের জন্য মনরেগা প্রকল্পে কাজের সুযোগ করে দেওয়াকে যে কংগ্রেস স্বাগত জানাচ্ছে, রাহুল গান্ধির এই ট্যুইটই তা প্রমাণ করল৷
Location :
First Published :
May 18, 2020 6:08 PM IST