#Coronavirus৷ রাজপ্রাসাদেও করোনার হানা, বাকিংহাম প্যালেস ছাড়তে হলো রানি এলিজাবেথকে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
যে কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি সরাসরি রানির কাছে যেতেন কি না তা স্পষ্ট না হলেও রাজপ্রাসাদের যে যে কর্মীরা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে৷
বাকিংহাম রাজপ্রাসাদেও এবার করোনার হানা! যার জেরে রাজপ্রাসাদ ছাড়া হতে হলো রানি এলিজাবেথকেও৷ আপাতত উন্ডসোর প্রাসাদের নিরাপদ আশ্রয়ে নিয়ে গিয়ে রাখা হয়েছে দ্বিতীয় রানি এলিজাবেথকে৷
বাকিংহাম রাজপ্রাসাদের এক কর্মী করোনা ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হয়েছেন৷ এর পরেই ঝুঁকি না নিয়ে ৯৩ বছর বয়সি রানি এলিজাবেথকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ আপাতত অনির্দিষ্টকালের জন্য উইন্ডসোর প্রাসাদেই রাখা হবে৷ তাঁর যাবতীয় কর্মসূচিও বাতিল করে দেওয়া হয়েছে৷
যে কর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, তিনি সরাসরি রানির কাছে যেতেন কি না তা স্পষ্ট না হলেও রাজপ্রাসাদের যে যে কর্মীরা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন, তাঁদের প্রত্যেককেই আইসোলেশনে রাখা হয়েছে৷
advertisement
advertisement
রাজপ্রাসাদের একটি সূত্র 'দ্য সান' পত্রিকাকে জানিয়েছেন, যেহেতু রাজপ্রাসাদে প্রায় পাঁচশো কর্মী রয়েছেন, তাই তাঁদের মধ্যে যে কারও না কারও শরীরে সংক্রমণের ঘটনা অপ্রত্যাশিত নয়৷ তবে তিনি যে রানি বাকিংহাম প্যালেস ছাড়ার আগেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তা স্বীকার করে নেওয়া হয়েছে৷
বাকিংহাম প্যালেসের পক্ষে অবশ্য আক্রান্ত কর্মীর পরিচয় প্রকাশ করা হয়নি৷ তবে ব্রিটেনে যেভাবে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াচ্ছে, তাতে বাকিংহাম প্যালেসে করোনার হানা হয়তো কিছুটা প্রত্যাশিতই ছিল৷ ব্রিটেনে ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে ২৩৩ জনের মৃত্যু হয়েছে৷
Location :
First Published :
March 23, 2020 8:27 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
#Coronavirus৷ রাজপ্রাসাদেও করোনার হানা, বাকিংহাম প্যালেস ছাড়তে হলো রানি এলিজাবেথকে