#পাটনা: জনসংখ্যা নিয়ে চিন্তায়। তাই কোয়ারেন্টিন সেন্টারেই পরিবার পরিকল্পনার পরামর্শ দিচ্ছে বিহার সরকার। পাশাপাশি কোয়ারেন্টিনে থাকা মানুষদের দেওয়া হচ্ছে কন্ডোম ও গর্ভনিরোধক ওষুধ। জন্ম নিয়ন্ত্রণ করতে নতুন পন্থা নিয়েছে বিহার সরকার। আর কোয়ারেন্টিন সেন্টারে নিয়মিত পরিযায়ী শ্রমিকদের যোগাভ্যাসও করাচ্ছে প্রশাসন।
এপ্রিল মাস পর্যন্ত ২.১৪ লক্ষ কন্ডোম বিতরণ করেছিল বিহার সরকার। মে মাসে সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ১৫.৩৯ লক্ষ। বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদি বলেছেন, বিহারের জনসংখ্যা বৃদ্ধির পরিমাণ শতাংশের হিসাবে ২৫%। সরকারও তাই তৎপরতার সঙ্গে এই প্রকল্পে নেমেছে। তিনি বলেছেন, জন্ম নিয়ন্ত্রণের লক্ষে সরকারের আশা কর্মী ও এএনএম কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে প্রচার চালাচ্ছেন। তাঁদের পরিবার পরিকল্পনার কথা বোঝাচ্ছেন, পাশাপাশি কন্ডোম পৌঁছে দিচ্ছেন। এখনও পর্যন্ত বিহারে ১১ লক্ষ গর্ভনিরোধক ওষুধ বিতরণ করা হয়েছে।
বিহার সরকার রাজ্যে ফেরা প্রতিটি পরিযায়ী শ্রমিককে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করেছে। আর সেখানেই চলছে সমাজ সচেতনার এই শিক্ষাদান।