corona virus btn
corona virus btn
Loading

করোনার জেরে ব্যবসায় বিরাট ক্ষতি! কর্মী ছাঁটাইয়ের পথে বিশ্বের এক নম্বর বিমানসংস্থাও

করোনার জেরে ব্যবসায় বিরাট ক্ষতি! কর্মী ছাঁটাইয়ের পথে বিশ্বের এক নম্বর বিমানসংস্থাও
File Photo

কর্মীদের ই-মেল করে কঠিন সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকতে বলেছেন কাতার এয়ারওয়েজের সিইও আকবর আল বেকার ৷

  • Share this:

#দোহা: এবার কর্মী ছাঁটাইয়ের পথে বিশ্বের এক নম্বর এয়ারলাইন্স কাতার এয়ারওয়েজও ৷ করোনার জেরে বিশ্বজুড়েই অত্যন্ত খারাপ অবস্থা বিমান শিল্পের ৷ প্রায় দু’মাস হতে চলল বিশ্বজুড়ে লকডাউনের জেরে ব্যবসা একেবারেই তলানিতে অধিকাংশ বিমানসংস্থাগুলি ৷ লকডাউনের সময়ে নগদের সংস্থান ঠিক রাখতে এখন হিমশিম খাচ্ছে বিশ্বের তাবড় তাবড় বিমানসংস্থাগুলি ৷ ইতিমধ্যেই ভার্জিন অস্ট্রেলিয়া, এয়ার মরিশাসের মতো অনেক বিমানসংস্থাই নিজেদের দেউলিয়া ঘোষণা করেছে ৷ কর্মীদের চাকরির উপরও যে কোপ পড়তে চলেছে, তা আন্দাজ আগেই করা গিয়েছিল ৷ এবার সেই পথেই হাঁটছে কাতার এয়ারওয়েজ ৷ সংস্থার এই মুহূর্তে মোট কর্মী সংখ্যা ৪৬,৬৮৪ জন ৷

কর্মীদের ই-মেল করে কঠিন সিদ্ধান্তের জন্য প্রস্তুত থাকতেও বলা হয়েছে এয়ারলাইন্সের সিইও আকবর আল বেকারের তরফে ৷ তিনি লিখেছেন, ‘‘গোটা বিশ্বেই বিমান শিল্পের অবস্থা এখন খুব খারাপ ৷ অনেক এয়ারলাইন্স বন্ধ হয়ে গিয়েছে ৷ অনেক বিমানসংস্থা তাদের অপারেশন বিভিন্ন জায়গায় বন্ধ করতে চলেছে ৷ অবস্থা অত্যন্ত সঙ্কটের ৷ অনেক দেশেই বিমান চলাচল এখনও শুরুই হয়নি ৷ ফলে আমাদের পক্ষেও সব জায়গায় বিমান চালানো সম্ভব হচ্ছে না ৷ প্রচুর বিমান এখন বসে গিয়েছে ৷ এখনই কোনও ব্যবস্থা না নিলে ভবিষ্যতের জন্য তা আরও খারাপ হবে ৷ ’’

File Photo File Photo

তবে একইসঙ্গে কর্মীদের জন্য আশার খবরও জানিয়েছেন কাতার এয়ারওয়েজের সিইও ৷ সেটা হল, বিশ্বজুড়ে অবস্থার উন্নতি হলে চাকরি হারানো কর্মীদের ফের সংস্থায় চাকরি দেওয়ার ব্যবস্থা করতে চেষ্টা করবে কাতার এয়ারওয়েজ ৷ যে সমস্ত কর্মীদের চাকরি যাবে, তাদের সমস্ত বকেয়া টাকা এবং ওভারটাইমের টাকা বেতনের সঙ্গে দিয়ে দেওয়া হবে ৷ এমনকী, লকডাউনের জন্য চাকরি হারানো কোনও বিমানকর্মী যদি নিজের দেশে ফিরে যেতে না পারেন, তাহলে উড়ান চালু না হওয়া পর্যন্ত তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে ৷ কাতারের দুই প্রতিদ্বন্দ্বী এয়ারলাইন্স এমিরেটস এবং এতিহাদ এখনই কর্মী ছাঁটাইয়ের কথা কিছু ঘোষণা না করলেও সংযুক্ত আরব আমিরশাহীর আরেক লো কস্ট বিমানসংস্থা এয়ার আরবিয়া ইতিমধ্যেই ৫০-এর বেশি কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে ৷

Published by: Siddhartha Sarkar
First published: May 6, 2020, 6:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर