করোনা আক্রান্ত প্রিন্স চার্লস

Last Updated:

করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনের যুবরাজ চার্লস ৷ প্রিন্স চার্লসের শরীরে করোনা চিহ্নিত হয়েছে বলে জানা গিয়েছে ৷

#লন্ডন: করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ব্রিটেনের যুবরাজ চার্লস ৷ প্রিন্স চার্লসের শরীরে করোনা চিহ্নিত হয়েছে বলে জানা গিয়েছে ৷ এরপরেই
ব্রিটেনের আইসোলেশনে রাখা হয়েছে চার্লসের স্ত্রীকে ৷
রাজ পরিবারের তরফ থেকে এক বিবৃতিতে দিয়ে জানানো হয়েছে, কয়েক দিন থাকেই অসুস্থ বোধ করছিলেন প্রিন্স ৷ তবে উপসর্গ তেমন জটিল ছিল না ৷ তবুও স্কটল্যান্ডে নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি ৷ গৃহবন্দি হয়েই কাজ করছিলেন তিনি ৷
advertisement
রাজ পরিবারে তরফ থেকে এও জানানো হয়েছে, প্রিন্স চার্লস রাষ্ট্র শাসনের কাজে মাঝে মাঝে নানা মানুষজনের সঙ্গে দেখা করতেন৷ বহু বৈঠকেও অংশ নিয়েছিলেন ৷ কীভাবে তাঁর শরীরে এই ভাইরাস চলে আসা, তা নির্ধারন করা খুবই কঠিন কাজ ৷ প্রিন্স চার্লস বর্তমানে স্ত্রী ডাচেস অব কর্নওয়াল-সহ স্কটল্যান্ডে স্বেচ্ছা আইসোলেশনে আছেন। বুধবার ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মীরা প্রিন্স ও তার স্ত্রীর শরীরের পরীক্ষা করেন। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি জনসমাগমে অংশ নিয়েছিলেন প্রিন্স চার্লস।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা আক্রান্ত প্রিন্স চার্লস
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement