করোনা অসুরকে বধ করবে দৈব শক্তি, মন্দির খোলার দাবি জানিয়ে মোদিকে চিঠি পুরোহিতদের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
লকডাউন ঘোষণার পর থেকেই দেশের সমস্ত মন্দির এবং ধর্মীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার৷
#মথুরা: করোনা ভাইরাস আসলে অসুর৷ একমাত্র দৈব শক্তিই এই অসুরকে বধ করতে পারে৷ এই যুক্তি দেখিয়েই সমস্ত মন্দির এবং তীর্থস্থান খুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আর্জি জানাল পুরোহিতদের সর্বভারতীয় সংগঠন৷
অখিল ভারতীয় তীর্থ পুরোহিত মহাসভার সর্বভারতীয় সভাপতি মহেশ পাঠক প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে দাবি করেছেন, 'যদি সব মন্দির এবং তীর্থস্থান খুলে দেওয়া হয়, তাহলে করোনা ভাইরাস কোনও ক্ষতি করতে পারবে না৷'
পাশাপাশি তিনি দাবি করেছেন, সমস্ত মন্দির বন্ধ করে রাখায় অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন পুরোহিতরা৷ তাঁদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজের দাবি করেছেন মহেশ পাঠক৷
advertisement
advertisement
লকডাউন ঘোষণার পর থেকেই দেশের সমস্ত মন্দির এবং ধর্মীয় স্থান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার৷ ঠিক যেভাবে কারখানা, শিক্ষাকেন্দ্র, শপিং মল সহ প্রায় সবকিছুই বন্ধ রাখা হয়েছে৷ সর্বভারতীয় পুরোহিত সংগঠনের প্রধান মহেশ পাঠকের দাবি, যেহেতু কারখানার সঙ্গে একই বিধিনিষেধের আওতায় ফেলে মন্দির এবং ধর্মীয় স্থানগুলিকে বন্ধ রাখা হয়েছে, তাই ভগবানের রোষের শিকার হচ্ছে ভারত৷
advertisement
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে পুরোহিতদের সংগঠন দাবি করেছে, বর্তমান পরিস্থিতিতে যাবতীয় সতর্কতা অবলম্বন করে মন্দির এবং ধর্মীয় স্থানগুলি খোলা সম্ভব৷ সংগঠনের সভাপতি পরে সাংবাদিকদের বলেন, 'মন্দির, ধর্মীয় স্থান বন্ধ থাকায় দেবতাদের সঙ্গে ভক্তদের দূরত্ব বেড়ে যাচ্ছে৷ যা বাড়িতে বসে প্রার্থনা করে মেটানো সম্ভব নয়৷ করোনা ভাইরাস আসলে একটি অসুর৷ শুধুমাত্র দৈবশক্তিই এর নিধন করতে পারে৷ আমি নিশ্চিত মন্দির, ধর্মীয় স্থান খুলে গেলে ভগবানই ভক্তদের কোনও বিপদের হাত থেকে রক্ষা করবেন৷'
advertisement
একই সঙ্গে উত্তরাখণ্ডের চার ধামেও ভক্তদের যেতে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি৷
Location :
First Published :
May 16, 2020 9:59 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা অসুরকে বধ করবে দৈব শক্তি, মন্দির খোলার দাবি জানিয়ে মোদিকে চিঠি পুরোহিতদের