ব্রিটেনে শুধু অতিসঙ্কটজনক রোগীকে, রাশিয়ায় আগামী সপ্তাহ থেকেই সবাইকে করোনা টিকা স্পুটনিক V দেওয়ার নির্দেশ পুতিনের

Last Updated:

সকালে ব্রিটেন, সন্ধেয় রাশিয়া, করোনা ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্তে গোটা বিশ্বকে চমকে দিল দুই রাষ্ট্র ৷

#মস্কো: করোনা মোকাবিলায় বড় পদক্ষেপ ৷ আগামী সপ্তাহ থেকেই সাধারণ মানুষ পেতে চলেছেন করোনা প্রতিষেধক ৷ রাষ্ট্রপতি পুতিনের নির্দেশে রাশিয়ায় শুরু হতে চলেছে মাস ভ্যাকসিনেশন ৷ বিশ্বে প্রথম অনুমোদিত করোনা টিকা স্পুটনিক V এবার পাবেন রাশিয়ার সমস্ত নাগরিক ৷ বুধবার সকালেই প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকাকে অনুমোদন দিয়েছে ব্রিটেন ৷ আগামী সপ্তাহ থেকে অতিসঙ্কটজনক রোগীদের ক্ষেত্রে এই টিকা প্রয়োগের নির্দেশ ব্রিটেন প্রশাসনের ৷
সকালে ব্রিটেন, সন্ধেয় রাশিয়া, করোনা ভ্যাকসিন নিয়ে বড় সিদ্ধান্তে গোটা বিশ্বকে চমকে দিল দুই রাষ্ট্র ৷ তবে যেখানে ব্রিটেন শুধুমাত্র আপাতত অতিসঙ্কটজনক রোগীর ক্ষেত্রেই ফাইজার করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে সেখানে, পুতিন সরকার আরও একধাপ এগিয়ে সমস্ত নাগরিককে ভ্যাকসিন দেওয়ার অনুমোদন দিয়েছে ৷
করোনা ভাইরাস মোকাবিলায় প্রথম সফল ভ্যাকসিন হিসেবে নাম উঠে এসেছিল স্পুটনিক V-এর ৷ যদিও এর কার্যকারিতা নিয়ে বিভিন্ন দেশের গবেষক দল সন্দেহ প্রকাশ করলেও রাশিয়ার দাবি ছিল করোনা মোকাবিলায় স্পুটনিক ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকরী ৷ প্রথম দফায় ৯২ শতাংশ সাফল্য মিলেছিল। দ্বিতীয় দফার মূল্যায়নে করোনাভাইরাসের সংক্রমণ রুখতে ৯০ শতাংশেরও বেশি কার্যকরী বলে জানায় সেদেশের গবেষক দল ৷
advertisement
advertisement
পুতিন প্রশাসন জানিয়েছে, সমস্ত নাগরিককে বিনামূল্যেই দেওয়া হবে করোনা টিকা ৷ তবে বিশ্ববাজারে  স্পুটনিক V-এর প্রতি ডোজ মিলবে ১০ ডলার অর্থাৎ ভারতীয় টাকার অঙ্কে ৭৪০ টাকা মূল্যে ৷ গবেষকরা জানিয়েছেন,  SARS- CoV-2 ভাইরাসকে রুখতে দরকার এই টিকার অন্তত দুটি ডোজ ৷
জানা গিয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাসের মধ্যেই আন্তর্জাতিক বাজারের জন্য স্পুটনিক V কোভিড ভ্যাকসিনের ফার্স্ট লট তৈরি হয়ে যাবে ৷ উল্লেখ্য, এদিকে, ডাঃ রেড্ডির ল্যাবরেটরিজ লিমিটেড এবং আরডিআইএফ জানিয়েছে, হিমাচল প্রদেশের সেন্ট্রাল ড্রাগস ল্যাবরেটরি  থেকে প্রয়োজনীয় ছাড়পত্র পাওয়ার পরে ভারতে স্পুটনিক V দ্বিতীয় ও তৃতীয় ট্রায়ালের জন্য তারা তৈরি ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ব্রিটেনে শুধু অতিসঙ্কটজনক রোগীকে, রাশিয়ায় আগামী সপ্তাহ থেকেই সবাইকে করোনা টিকা স্পুটনিক V দেওয়ার নির্দেশ পুতিনের
Next Article
advertisement
Second Hooghly Bridge: রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
রবিবার ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু! কখন থেকে কোন পথে ঘুরবে গাড়ি, জেনে নিন এক ঝলকে
  • ফের বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু

  • রবিবার ভোর ৪:০০ টা থেকে রাত ৯:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে যান চলাচল

  • ব্রিজ মেরামতি কাজের জন্য টানা প্রায় ১৬:৩০ ঘণ্টা বন্ধ থাকবে

VIEW MORE
advertisement
advertisement