Covid 19 : করোনা আক্রান্ত কবি শঙ্খ ঘোষ, অবস্থা স্থিতিশীল

Last Updated:

পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে। তার পরেই জানা যায়, করোনা সংক্রামিত হয়েছেন তিনি।

জানা গিয়েছে গত দু’দিন ধরে সামান্য জ্বর ছিল প্রবীণ কবির। পরীক্ষা করানো হলে বুধবার বিকেলে রিপোর্ট আসে। তার পরেই জানা যায়, করোনা সংক্রামিত হয়েছেন তিনি। পরিবার সূত্রের খবর, আপাতত জ্বর নেই তাঁর। খানিকটা দুর্বলতা রয়েছে। তবে সব মিলিয়ে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।
কয়েক মাস ধরেই বার্ধক্যজনিত নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছেন শঙ্খবাবু। হাসপাতালেও ভর্তি হতে হয় বেশ কয়েকবার। তবে করোনাকালে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। এর মধ্যেই গত দু’দিন ধরে জ্বর ও পেটের সমস্যা দেখা দেয়। তবে হাসপাতালে নয়, এখনও বাড়িতেই তাঁর চিকিৎসা চলবে বলে জানানো হয়েছে শঙ্খবাবুর পরিবারের তরফে। শারীরিক অসুস্থতার কারণে গত কয়েকবছর যাবৎ একপ্রকার গৃহবন্দিই রয়েছেন কবি। এরইমধ্যে প্রবীণ কবির করোনা সংক্রমণের খবরে উদ্বেগে সংস্কৃতি জগৎ তথা আপামর বাঙালি।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Covid 19 : করোনা আক্রান্ত কবি শঙ্খ ঘোষ, অবস্থা স্থিতিশীল
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement