#নয়াদিল্লি: PM CARES ফান্ডের ৩১০০ কোটি টাকা ভেন্টিলেটর কিনতে, পরিযায়ী শ্রমিকদের জন্য এবং করোনা ভাইরাসের প্রতিষেধ তৈরি করার জন্য বরাদ্দ করল প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ট্রাস্ট৷ PM CARES ফান্ড গঠনের ৫০ দিন পর এই ঘোষণা করল প্রধানমন্ত্রীর দফতর৷ করোনা সংক্রমণ রুখতে প্রধানমন্ত্রীর তৈরি এই তহবিলের টাকা কোন খাতে লাগানো হচ্ছে, তা নিয়ে বার বারই প্রশ্ন তুলেছে বিরোধীরা৷
এ দিন প্রধানমন্ত্রীর দফতর থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, PM CARES ফান্ড থেকে ২০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে ভেন্টিলেটর কেনার জন্য৷ এ ছাড়াও এক হাজার কোটি খরচ করা হবে পরিযায়ী শ্রমিকদের স্বার্থে৷ করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করার জন্য আরও ১০০ কোটি টাকা বরাদ্দ করা হবে৷
গত ২৭ মার্চ PM CARES ফান্ডের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এই তহবিল পরিচালনার জন্য একটি ট্রাস্ট গঠন করেন তিনি৷ প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই ট্রাস্টের অন্যান্য সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রতিরক্ষা মন্ত্রী অমিত শাহ এবর অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷ প্রথম লকডাউন ঘোষণার পর পরই এই তহবিল গঠনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী৷ এই প্রথম সেই তহবিল থেকে কোনও অর্থ বরাদ্দের ঘোষণা করা হলো৷
Out of Rs 3100 crores, a sum of approximately Rs.2000 crore will be earmarked for the purchase of ventilators, Rs. 1000 crores will be used for care of migrant labourers and Rs.100 crores will be given to support vaccine development: Prime Minister's Office https://t.co/WO7lTBsQui
— ANI (@ANI) May 13, 2020
জানা গিয়েছে, ২০০০ কোটি টাকা দিয়ে দেশে তৈরি প্রায় ৫০ হাজার ভেন্টিলেটর কেনা হবে৷ যা করোনা রোগীদের আরও ভাল চিকিৎসার জন্য দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি হাসপাতালগুলিকে দেওয়া হবে৷
পরিযায়ী শ্রমিকদের দেখভাল এবং তাঁদের পরিবহণের জন্য জেলাশাসক ও পুরসভাগুলির মাধ্যমে ১০০০ কোটি টাকা বরাদ্দ করা হবে৷ পরিযায়ী শ্রমিকদের খাওয়াদাওয়া, আশ্রয় দেওয়া, চিকিৎসা এবং পরিবহণের পিছনে এই অর্থ খরচ করা হবে৷
রাজ্য বিপর্যয় মোকাবিলা কমিশনারের মাধ্যমে এই অর্থ বরাদ্দ করা হবে৷ সংশ্লিষ্ট রাজ্যের জনসংখ্যা এবং করোনা আক্রান্তের সংখ্যা বিচার করে আর্থিক বরাদ্দের পরিমাণ স্থির করা হবে৷