অনলাইনে দেওয়া হোক জগন্নাথের মহাপ্রসাদ, হাইকোর্টে জনস্বার্থ মামলা ভক্তদের
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
ভক্তদের প্রশ্ন, হোটেল, রেস্তোরাঁর খাবার যখন অনলাইনে মিলছে, তখন মহাপ্রসাদ কেন অনলাইনে পাওয়া যাবে না?
#পুরী: জগন্নাথ দেবের মহাপ্রসাদ স্বাস্থ্য ফেরাবে। বিপদের দিনে বরাভয় দেবে। এমনই বিশ্বাস পুরীর জগন্নাথ ভক্তদের। লকডাউনের জেরে বন্ধ মহাপ্রসাদ বিলি। ভক্তদের প্রশ্ন, হোটেল, রেস্তোরাঁর খাবার যখন অনলাইনে মিলছে, তখন মহাপ্রসাদ কেন অনলাইনে পাওয়া যাবে না? অনলাইনে প্রসাদ পেতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছেন বিধূদত্ত পট্টনায়েক, ভবানীশঙ্কর আচার্য ও বিশ্বজিৎ পান্ডা।
কয়েক সপ্তাহ আগেই সাবিত্রী উৎসব উপলক্ষে মহাপ্রসাদ পেতে বহু ভক্তের ভিড় হয় পুরীর মন্দিরে। শিকেয় ওঠে সামাজিক দূরত্ব। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক হয়ে ওঠে যে মহাপ্রসাদ বিতরণই বন্ধ রাখে মন্দির কর্তৃপুক্ষ। বরখাস্ত করা হয় দুই সেবায়েতকে। জগন্নাথদেবের মহাপ্রসাদ ছাড়া জন্ম, মৃত্যু কিংবা বিয়ে বা অন্নপ্রাসন,...যে কোনও অনুষ্ঠানই অসম্পূর্ণ। এই পরিস্থিতিতে অনলাইনে মহাপ্রসাদ পেতে হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।
advertisement
জগন্নাথ দেবের প্রসাদ যাঁরা তৈরি করেন, সেই সুয়ারা ও মহাসুয়ারা নিযোগের দাবি, অনলাইনে মহাপ্রসাদ বিক্রি হলে তার মাহাত্ম্য কমে যাবে। এটা ঐতিহ্য বিরোধী-ও। সামাজিক সুরক্ষাবিধি বজায় রেখে মহাপ্রসাদ বিলির উপর জোর দিচ্ছেন তাঁরা। তাঁরা জানিয়েছেন, মন্দিরের চারটি গেটে ঝোলানো ফ্লেক্সে দেওয়া থাকবে নিযোগ প্রধানের মোবাইল নম্বর। সরাসরি ফোন করে আগাম বুক করা যাবে মহাপ্রসাদ।
advertisement
advertisement
যদিও এই কথা মানতে না চেয়ে আপাতত আদালতের দিকেই তাকিয়ে আছেন জগন্নাথদেবের ভক্তরা।
view commentsLocation :
First Published :
June 01, 2020 9:11 AM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
অনলাইনে দেওয়া হোক জগন্নাথের মহাপ্রসাদ, হাইকোর্টে জনস্বার্থ মামলা ভক্তদের