নেই বাস, অফিস টাইমে নাকাল মানুষ, বারাসতে রাস্তায় নামলেন আরটিও

Last Updated:

এ দিন সকালে একই ছবি দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগণার বারাসতে৷ সেখানে বাস পরিষেবা স্বাভাবিক করতে রাস্তায় নামতে হয় উত্তর চব্বিশ পরগণার আরটিও অমলেন্দু ঘোষকে৷

#বারাসত: সোমবার থেকেই খুলে গিয়েছে সরকারি, বেসরকারি সমস্ত অফিস৷ লকডাউন পর্ব শেষ করে ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে৷ কিন্তু এ দিনও মিটল না বাস সমস্যা৷ কলকাতা থেকে শহরতলি, কোথাও পর্যাপ্ত সংখ্যায় বাসের দেখা নেই রাস্তায়৷ রাস্তায় নামেনি অধিকাংশ বেসরকারি বাস৷ ফলে অফিস টাইমে রাস্তায় বিপুল সংখ্যক যাত্রী থাকলেও বাস পাননি অনেকেই৷ অধিকাংশ ক্ষেত্রেই সামাজিক দূরত্বের বিধিনিষেধ উড়িয়ে বাধ্য হয়েই ভিড়ে গাদাগাদি করে বাসে উঠতে বাধ্য হয়েছেন যাত্রীরা৷ আর তা নাহলে ঘণ্টার পর ঘণ্টা বাসের জন্য অপেক্ষা করতে হয়েছে৷
এ দিন সকালে একই ছবি দেখা গিয়েছে উত্তর চব্বিশ পরগণার বারাসতে৷ সেখানে বাস পরিষেবা স্বাভাবিক করতে রাস্তায় নামতে হয় উত্তর চব্বিশ পরগণার আরটিও অমলেন্দু ঘোষকে৷ একই সঙ্গে উত্তর চব্বিশ পরগণার আইএনটিটিইউসি জেলা সভাপতি তাপস দাশগুপ্ত সহ কর্মী সংগঠনের নেতারাও পথে নামেন। সকাল থেকে বাস না পেয়ে বারাসত শহরে যাত্রী দুর্ভোগ বাড়ছিল৷ যাত্রী দুর্ভোগ কমাতে বাধ্য হয়েই পথে নামেন আরটিও অমলেন্দু ঘোষ৷ তিনি জানান, উত্তর চব্বিশ পরগণার বারাসত থেকে প্রতিদিন ৭৫০টি বাস যাত্রীদের পরিষেবা দেয়৷ এ দিন সকাল ৯টা পর্যন্ত ৪১০টি বাস ছেড়েছে বলে দাবি করেন ওই সরকারি আধিকারিক।
advertisement
সরকারি আধিকারিক এই দাবি করলেও বাস্তবের ছবির সঙ্গে কিন্তু তা মেলেনি৷ বারাসত সহ যশোর রোডের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে সকাল থেকেই প্রচুর সংখ্যক যাত্রীদের বাসের অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
নেই বাস, অফিস টাইমে নাকাল মানুষ, বারাসতে রাস্তায় নামলেন আরটিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement