করোনায় মানুষকে সচেতন করতে দেওয়াল লিখন শুরু করল পঞ্চায়েত

Last Updated:

গ্রামপঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।

Uttam Paul
#রায়গঞ্জ: লকডাউন সফল করতে সাধারন মানুষকে সচেতন করতে দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস পরিচালিত কমলাবাড়ি গ্রামপঞ্চায়েত। কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস পঞ্চায়েতের কর্মীদের নিয়ে গ্রামপঞ্চায়েতের বিভিন্ন এলাকায় রাস্তার ধারে দেওয়াল কিংবা স্কুলের দেওয়ালে সাদা রঙ করে তাতে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক প্রচার বার্তা লিখে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নিল। গ্রামপঞ্চায়েতের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গ্রামের বাসিন্দারা।
advertisement
করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লকডাউন সফল করাই একমাত্র  উপায়। লকডাউন করে এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখলেই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিহত করা যাবে। লকডাউন সফল করতে এবার অভিনব উদ্যোগ নিল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের ১৩ নম্বর কমলাবাড়ি গ্রামপঞ্চায়েত। গ্রামপঞ্চায়েত এলাকার প্রায় প্রতিটি গ্রামেই রাস্তার ধারে দেওয়ালে দেওয়ালে সচেতনতামূলক বার্তা লিখে প্রচার শুরু করল। দেওয়ালের গায়ে  "আতঙ্ক ছড়াবেন না, সতর্ক থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন লেখার পাশাপাশি লাল রঙ দিয়ে লক ডাউন মেনে চলুন" এই লেখা ছড়িয়ে দেওয়া হল। কমলাবাড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান প্রশান্ত কুমার দাস বলেন, ‘‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লক ডাউনই একমাত্র উপায়। সাধারণ মানুষকে সচেতন করতে তাই মুখে প্রচারের পাশাপাশি দেওয়াল লিখনের মাধ্যমে প্রচার শুরু করা হল ।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় মানুষকে সচেতন করতে দেওয়াল লিখন শুরু করল পঞ্চায়েত
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement