#ইসলামাবাদ: করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য ইদি ফাউন্ডেশনের প্রধান ফৈজল ইদি কয়েকদিন আগে দেখা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে। এক কোটি টাকার চেক দিয়েছিলেন তিনি। কিন্তু এই দিনের পরেই ধরা পড়ে ফৈজল আক্রান্ত করোনা ভাইরাসে। ফলে স্বাভাবিকভাবে ইমরান খানকে নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে পাকিস্তান প্রশাসনের অন্দরে।
একজন করোনা আক্রান্তের হাত থেকে চেক নেওয়ার পরে ইমরানও আক্রান্ত হতে পারেন করোনা ভাইরাসে। সেই আশঙ্কা থেকেই এবার করোনা টেস্ট করা হবে পাক প্রধানমন্ত্রীর। একথা ঘোষণা করে পাকিস্তানের স্বাস্থ্যমন্ত্রী ফৈজল সুলতান ঘোষণা করেছেন, ‘আমরা ঘোষণা করছি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, একজন দায়িত্ববান নাগরিক হিসাবে করোনা টেস্টের জন্য রাজি হয়েছেন।’
এর মধ্যে ফৈজল ইদির চিকিৎসা ইতিমধ্যে শুরু হয়েছে। এছাড়া তাঁর পরিবারের সবাইকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তাঁদের সকলের টেস্ট করা হয়েছে। সবাইকে আইসোলেশনে রাখা হয়েছে। ইমরানের টেস্টের ফল কী আসে, এখন সেটাই দেখার।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cornavirus, Imrankhan, Pakistan