করোনা ভাইরাসের লক্ষণ হতে পারে কানে ব্যাথা, ভুলেও করবেন না এই কাজ

Last Updated:

কানে ব্যাথাও করোনার লক্ষণ হতে পারে ? করোনার সঙ্গে কানে ব্যাথার কানেকশন রয়েছে ?

#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে গোটা বিশ্বে হাহাকার পড়ে গিয়েছে ৷ করোনার চিকিৎসার এখনও কোনও ওষুধ নেই ৷ তার উপর এর লক্ষণ চিকিৎসক ও বিজ্ঞানীদেরও চমকে দিচ্ছে প্রতিদিন৷ অত্যন্ত সাধারণ শরীর খারাপও করোনার লক্ষণ হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকেরা ৷ কানে ব্যাথাও করোনার লক্ষণ হতে পারে ? করোনার সঙ্গে কানে ব্যাথার কানেকশন রয়েছে ? বিজ্ঞানীরা জানিয়েছেন, শুধু কানে ব্যাথা করোনার ভাইরাসের লক্ষণ নয় ৷ কিন্তু কানে ব্যাথার সঙ্গে জ্বর থাকলে, সর্দি-কাশি হলে অবশ্যই সতর্ক থাকুন ৷
myUpchar এর সঙ্গে যুক্ত চিকিৎসক ডা: অভিষেক গুপ্ত জানিয়েছেন, কানে ব্যাথার একাধিক কারণ হতে পারে ৷ কানে ইনফেকশন বা চোট লাগলে বা কোনও জিনিস কানে আটকে থাকলে ব্যাথা হতে পারে ৷ এছাড়া কানে জল ঢুকে গেলে বা কানের পর্দা ফেটে গেলেও ব্যাথা হয়ে থাকে ৷  গলায় ব্যাথা, সর্দি-কাশি, ঠান্ডা লাগলে অনেক সময়ই কানে ব্যাথা হয়ে থাকে ৷ তবে এটা খেয়াল রাখতে হবে যে সর্দি-কাশি, গলায় ব্যাথা করোনা ভাইরাসের লক্ষণ ৷ তাই এর সঙ্গে কানে ব্যাথা হলে অবশ্যই সতর্ক হোন ৷ দরকার হলে চিকিৎসকের পরামর্শ নিন ৷
advertisement
এখনও পর্যন্ত দেখা গিয়েছে যে সর্দি-কাশি, সঙ্গে জ্বর ও শ্বাসকষ্ট করোনা ভাইরাসের লক্ষণ ৷  অন্য দেশে অবশ্য চোখে ব্যাথা ও জ্বালা করাও একটি লক্ষণ হিসেবে দেখা হয় ৷ কিছু জায়গায় দেখা গিয়েছে করোনা ভাইরাস হওয়ার ঠিক আগে পায়ে একটি বিশেষ ধরনের চিহ্ন তৈরি হয় ৷ এই চিহ্ন চেনা গেলে করোনার চিকিৎসা করা সম্ভব ৷ কিন্তু এরকম বিপুল সংখ্যক করোনা আক্রান্ত রয়েছে যাদের শরীরে কোনও উপসর্গ দেখা যায়নি ৷ ফলে এটা আরও আতঙ্কের বিষয় ৷
advertisement
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনা ভাইরাসের লক্ষণ হতে পারে কানে ব্যাথা, ভুলেও করবেন না এই কাজ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement