Oxygen Crisis : চূড়ান্ত কালোবাজারি দিল্লিতে! দিল্লির বেশ কয়েকটি রেস্তোরাঁ থেকে উদ্ধার ৫২৪ টি অক্সিজেন কনসেন্ট্রেটর

Last Updated:

দিল্লি পুলিশ (Delhi Police) সূত্রে জানা গিয়েছে খান মার্কেটের একাধিক রেস্তোরাঁতে(Restaurant) বাক্সবন্দি অবস্থায় মজুত করে রাখা হয়েছিল অক্সিজেন কনসেনট্রেটরগুলি (Oxygen concentrator)।

অক্সিজেন আকালে বাড়ছে কালোবাজারি 
প্রতীকী ছবি
অক্সিজেন আকালে বাড়ছে কালোবাজারি প্রতীকী ছবি
দিল্লি পুলিশ(Delhi Police) সূত্রে জানা গিয়েছে খান মার্কেটের একাধিক রেস্তোরাঁতে বাক্সবন্দি অবস্থায় মজুত করে রাখা হয়েছিল অক্সিজেন কনসেনট্রেটরগুলি। নবনীত নামে এক ব্যক্তি এই রেস্তোরাঁগুলির মালিক বলে জানিয়েছে পুলিশ। তিনি ও তাঁর ব্যবসায়িক পার্টনার ঘটনার পর থেকে পলাতক। তাঁদের খোঁজে তল্লাশি চালু করেছে দিল্লি পুলিশ। এখনও পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
পুলিশ সূত্রে খবর, এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি সুযোগ বুঝে মোটা দামে বিক্রি করত নবনীত ও তার চক্র। এক একটি অক্সিজেন কনসেনট্রেটর প্রায় ৭০ হাজার টাকায় বিক্রি করা হত।রেস্তোরাঁর ভিতরে কীভাবে অক্সিজেন কনসেনট্রেটর মজুত করে রাখা হয়েছে, তার ভিডিয়ো প্রকাশ করেছে এএনআই। দিল্লি পুলিশ সূত্রে প্রাপ্ত সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে কীভাবে বাক্স বাক্স অক্সিজেন কনসেনট্রেটর রেখে দেওয়া হয়েছে কালোবাজারির জন্য। দেখুন সেই ভিডিয়ো।
advertisement
নয়াদিল্লিতেই গত তিন সপ্তাহে ৭৫টি কালোবাজারি চক্র গ্রেফতার হয়েছে। চড়া দামে অক্সিজেন-ওষুধ বিক্রি করার অভিযোগে গ্রেফতার হয়েছে ৯০ জনেরও বেশি। দিল্লি হাসপাতাল গুলিতে এদিকে ভয়ঙ্কর আকার নিয়েছে অক্সিজেন সংকট। তাই বাধ্য হয়ে কালোবাজার থেকেই আগুন মূল্যের অক্সিজেন কিনছেন মরিয়া রোগীর পরিজনেরাও।
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Oxygen Crisis : চূড়ান্ত কালোবাজারি দিল্লিতে! দিল্লির বেশ কয়েকটি রেস্তোরাঁ থেকে উদ্ধার ৫২৪ টি অক্সিজেন কনসেন্ট্রেটর
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement