সংসদ খুলতেই বিপর্যয়! ২৫ জনের বেশি সাংসদের শরীরে COVID-19 পজিটিভ

Last Updated:

সূত্রের খবর, লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷

#নয়াদিল্লি: যা আশঙ্কা ছিল, তা-ই ঘটল! সংসদে বাদল অধিবেশনের প্রথম দিনেই ২৫ জনের বেশি সাংসদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ মিলল৷ সূত্রের খবর, লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷
বাদল অধিবেশনের প্রথম দিনে আজ অর্থাত্‍ সোমবার সংসদে প্রত্যেক সাংসদ, সাংবাদিক, গাড়ির চালক, কর্মীদের আবশ্যিক ভাবে করোনা পরীক্ষা করা হয়৷ রিপোর্ট আসতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ লোকসভায় শুধু বিজেপি-রই ১২ জন, YRS কংগ্রেসের ২ জন, শিবসেনা, ডিএমকে ও আরএলপি দলের একজন করে সাংসদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷
কোভিড প্রটোকল মেনেই এ দিন সংসদে অধিবেশন শুরু হয়৷ সাংসদরা সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে বসেন৷ তা সত্ত্বেও বিপর্যয় এড়ানো গেল না৷ আজ সকাল ৯টায় বাদল অধিবেশন শুরু হয়৷ চলবে পয়লা অক্টোবর পর্যন্ত৷ শনিবার ও রবিবার মিলিয়ে লোকসভা বসবে দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা ও রাজ্যসভা বসবে সোমবার দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা ও ১৫ সেপ্টেম্বর থেকে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত৷
advertisement
advertisement
লোকসভায় প্রায় ২০০ সদস্য উপস্থিত থাকছেন৷ তার মধ্যে ৩০ জন বসেন গ্যালারিতে৷ রাজ্যসভা চেম্বারেও কয়েকজন লোকসভার সদস্যকে বসতে দেওয়া হয়েছে সোশ্যাল ডিস্ট্যান্সিং মেনে৷ সংসদে একটি বেঞ্চে ৬ জন বসে স্বাভাবিক সময়ে৷ তা কমিয়ে ৩ জন করা হয়েছে৷
সংসদে ঢোকার জন্য প্রত্যেকের করোনা পরীক্ষার রিপোর্ট অত্যাবশ্যক করা হয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
সংসদ খুলতেই বিপর্যয়! ২৫ জনের বেশি সাংসদের শরীরে COVID-19 পজিটিভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement