#কলকাতা: করোনা আটকাতে এ বার কেন্দ্রীয় সরকার সমস্ত বিদেশ থেকে আসা বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিল। আজ, শনিবার দিল্লি থেকে এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং-৭৭৭ বিমান উড়ে গিয়েছে রোমের উদ্দেশে। ওই বিমানটি ইতালিতে আটকে পড়া ভারতীয়দের নিয়ে ফিরবে রবিবার ভোরে। তার পর সাত দিন অর্থাৎ ২২ মার্চ থেকে ২৯ মার্চ সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার।
এ দিকে, জনতা কার্ফুর কথা মাথায় রেখে রবিবার ডোমেস্টিক বিমান পরিষেবায় কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে বেশ কিছু বিমান সংস্থা। এর মধ্যে এক নম্বরে রয়েছে গো-এয়ার। তারা রবিবারের সব বিমানসূচি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। ইন্ডিগো ৬০ শতাংশ বিমান বাতিলের স্পাইসজেট ৫০-৬০ শতাংশ ডোমেস্টিক বিমান পরিষেবা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। এয়ার ইন্ডিয়া এবং ভিস্তারা শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রাখার জন্য যতটুকু বিমান পরিষেবা চালু রাখা প্রয়োজন, ততটুকুই চালু রাখবে। এমনকী, কোনও যাত্রী যদি শেষমুহূর্তে যাত্রা বাতিল করতে চান, তাঁকে পুরো টিকিটের টাকাই ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সবগুলি বিমান সংস্থা।
স্পাইসজেটের পূর্ব ভারতের প্রধান দেবজিৎ ঘোষ বলেন, "রবিবারের অভূতপূর্ব পরিস্থিতির কথা মাথায় রেখেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।" অন্য দিকে এয়ার ইন্ডিয়ার জনসংযোগ আধিকারিক শমীক ভট্টাচার্য বলেন, "আমরা শুধুমাত্র জরুরি প্রয়োজন ছাড়া সব বিমান পরিষেবাই রবিবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।"
তবে বিমান পরিষেবা এমনিতে জরুরি পরিষেবা। তাই, জনতা কার্ফুতেও কলকাতা বিমানবন্দর পুরোপুরি খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
Shalini Datta
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, International Flights