করোনার কোপ, পিছিয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
করোনা সতর্কতার জেরে এবারে পরীক্ষা পিছিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কবে থেকে ফের পরীক্ষা নেওয়া হবে, সেই সূচী এখনও চূড়ান্ত হয়নি।
#শিলিগুড়ি: করোনার জের। পিছিয়ে গেল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পরীক্ষা। আগামী ৭ এপ্রিল থেকে শুরু হওয়ার কথা ছিল পরীক্ষার। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের পরীক্ষা। প্রস্তুতি চালিয়ে আসছিল পরীক্ষার্থীরা। গোটা দেশ জুড়েই করোনা নিয়ে কড়া সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। এমনকী রাজ্যেও করোনা সন্দেহে বিভিন্ন জেলা হাসপাতাল এবং মেডিকেলের আইশোলেশনে ভর্তির সংখ্যা বাড়ছে। গৃহ পর্যবেক্ষনেও কয়েক হাজার লোক ভর্তি রয়েছে। রাজ্যজুড়েই কড়া সতর্কতা নেওয়া হয়েছে।
করোনা সতর্কতার জেরে এবারে পরীক্ষা পিছিয়ে দিল উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে কবে থেকে ফের পরীক্ষা নেওয়া হবে, সেই সূচী এখনও চূড়ান্ত হয়নি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দিলীপ সরকার জানান, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী নির্দেশিকা পাঠিয়েছেন। তা মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩১ মার্চ পর্যন্ত পরিস্থিতির ওপর নজরদারি রাখা হবে। তবে ১৫ এপ্রিল পর্যন্ত কোনো পরীক্ষাই হবে না। নতুন পরীক্ষা সূচি পরে ঘোষণা করা হবে। প্রথম থেকেই করোনা সতর্কতা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শুরুতে হ্যাণ্ড স্যানিটাইজারের ব্যবহার বাড়ানো হয় ক্যাম্পাস এবং ক্লাস রুমে। নজরদারি বাড়ানো হয় হস্টেল থেকে ক্লাস রুমে। হস্টেলের কিচেন থেকেও বাইরে রাখা হয় চিকেন। তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশে হস্টেল ফাঁকা করে দেওয়া হয়। বয়েজ এবং গার্লস মিলিয়ে প্রায় হাজারের কাছাকাছি পড়ুয়া আবাসিক রয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে। এরপরই পরীক্ষা নিয়ে উদ্বেগ ছড়ায় ছাত্র-ছাত্রীদের মধ্যে। কেননা ১৫ এপ্রিল পর্যন্ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে বলে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আজ পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করায় স্বস্তির নিঃশ্বাস পড়ুয়াদের। ৭ থেকে ১৫ এপ্রিলের মধ্যে কোনো পরীক্ষা নেওয়া হবে না। পরিস্কার জানিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। রাজ্য সরকার পরবর্তীতে কি পদক্ষেপ নেয়, সেদিকেই চেয়ে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। নতুন নির্দেশিকা আসার পরই পরীক্ষা সূচি ঘোষণা করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
advertisement
Partha Sarkar
advertisement
Location :
First Published :
Mar 20, 2020 12:19 AM IST







