এখনই লকডাউন করবেন না মমতা, কোভিড মোকাবিলায় সব শক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ

Last Updated:

এখনই লকডাউন চান না মমতা। করোনা মোকাবিলায় সাহায্যের আবেদন করলেন।

নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।
নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক।
#কলকাতা: মন্ত্রীসভা গঠিত হতেই করোনা মোকাবিলার কাজে ঝাঁপিয়ে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা বাংলাকে প্রণাম জানিয়ে শান্তি-সম্প্রীতি রক্ষা করে কাজ শুরু করার বার্তা দিলেন। আশ্বস্ত করে তিনি জানালেন, লকডাউন জারি হচ্ছে না এখনই। কিন্তু মানুষকে করোনা আটকাতে লকডাউনে যা যা করণীয় তা মাথায় রেখেই কাজ করতে হবে। সাংবাদিক বৈঠক থেকেই ‌চিপ হুইপের দায়িত্ব দিলেন নির্মল ঘোষ ঘোষকে। ডেপুটি চিপ হুইপ হবেন তাপস রায়। ডেপুটি স্পিকার হবেন আশিস বন্দ্যোপাধ্যায়।
দেখে নেওয়া যাক যা যা বললেন মমতা-
জয় নিয়ে মমতা 
এই জয় উন্নয়ন, শান্তি, সম্প্রীতির জয়। আমরা বিভেদ চাই না, আমরা ঐক্য চাই। এই বার্তা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা মনে করি আমরা ৯৫ ভাগ মানুষকে উন্নয়নের আওতায় আনতে পেরেছিলাম। দুয়ারে রেশন থেকে শুরু করে সব কাজই একটু একটু করে করব। তবে অগ্রাধিকার করোনাই।
advertisement
advertisement
করোনা মোকাবিলা
প্রতিটি মেডিক্যাল কলেজকে অক্সিজনে সেন্টার করার নির্দেশ দিচ্ছি। এখন ৩০ হাজার বেড হয়ে গিয়েছে। বহু কর্পোরেট সেক্টর আমাদের সাহায্য় করেছে। উত্তীর্ণ, কিশোর ভারতী স্টেডিয়াম, সেন্ট জেভিয়ার্স সেফ হোম ও ফিল্ড হাসপাতাল হয়েছে। বহু হোটেল বিনামূল্যে খাবার দিচ্ছে। আমরা চাইব কর্পোরেটরা আমাদের সাহায্য করুক। সেই টাকায় আমরা বেড বাড়াতে পারব। গোটা টাকাটাই অডিট হবে। অনেকেই ইতমধ্যেই অক্সিজনে দিয়েছে। আমাদের প্রয়োজন ৫৫০ মেট্রিক টন অক্সিজেন। তিন কোটি ভ্যাকসিন চেয়েছিলাম। কোভিড সরঞ্জামে জিএসটি নেওয়া উচিত নয়। সরকার ৩০ হাজার কোটি টাকা খরচ করলেই ভ্যাকসিন বিনামূল্যে দিতে পারে।
advertisement
হাত বাড়ানোর আবেদন
আগের বার ঝড় সামলেছিলাম। এবার আমাদের চ্যালেঞ্জ করোনা। আমার আবেদন লকডাউন নয় কিন্তু লকডাউনের মতো ব্যবহার। লকডাউন করলে গরিব মানুষ খেতে পাবে না। তাই সময় বেধে দিয়েছি। ছোট বস্তি থেকে মাল্টিন্যাশানাল বিল্ডিং সবাইকে মাস্ক পরতে হবে। হাত সাবান দিয়ে ধুয়ে নেবো। বহু চেম্বারস নানা বাজারের দায়িত্ব নিয়েছে। পুজোকমিটিকেও করোনা মোকাবিলার কাজে লাগাব।
advertisement
সংবাদমাধ্যমকে আবেদন
উত্তেজনা ঝড়াবেন না। অতিমারী আইন খুব কড়া। দয়া করে মানুষের জন্য কাজ করুন। চিকিৎসকরা সাধ্য মতো কাজ করছে। ছোট নার্সিংহোম, ছোট হাসপাতাল এগিয়ে এসছে। ইতিবাচক ভূমিকা পালন করুন।
কেন্দ্রীয় প্রতিনিধিদল নিয়ে মমতার বার্তা
ভুয়ো ভিডিও ছড়াচ্ছে বিজেপির আইটি সেল। ২৪ ঘণ্টায় সেন্ট্রাল টিম এসেছে। ন্যূনতম সৌজন্য আছে কেন্দ্রের। প্রতিনিধিদল বিজেপির নেতাদের বাড়িতে গিয়ে ঘুরছে। আলাপন বন্দ্যোপাধ্যায়কে মমতা নির্দেশ দিলেন, রাজ্যে যাঁরাই আসুক তাদের যেন আরটিপিসিআর টেস্ট হয় তা নিশ্চিত করতে।
advertisement
সার্বিক উন্নয়ন
পেনশন, কৃষকের টাকা, স্কলাশিপ কিছুই আটকাবে না। স্কুল, মেডিক্যাল কলেজ বাড়াতে হবে। আমরা পশ্চিমবঙ্গবাসীর বেঁচে থাকার মানের সার্বিক উন্নয়ন করতে পারি।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
এখনই লকডাউন করবেন না মমতা, কোভিড মোকাবিলায় সব শক্তি দিয়ে ঝাঁপানোর নির্দেশ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement