শিগগিরই চালু হবে গণপরিবহণ, দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ির

Last Updated:

একই সঙ্গে বিনিয়োগকারী এবং পরিবহণ শিল্পের সঙ্গে যুক্তদের এই মহামারির জেরে তৈরি হওয়া সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের অস্তিত্ব আরও জোরালো করার পরামর্শ দেন৷

#নয়াদিল্লি: সামাজিক দূরত্ব বজায় রেখেই কীভাবে গণপরিবহণ ব্যবস্থা চালু করা যায়, তা ঠিক করতে গাইডলাইন তৈরি করছে কেন্দ্রীয় সরকার৷ এমনই দাবি করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গডকড়ি৷ তিনি জানিয়েছেন, খুব শিগগিরই গণপরিবহণ ব্যবস্থা চালু করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷
এ দিন বাস এবং কার অপারেটর্স কনফেডারেশন অফ ইন্ডিয়ার সদস্যদেরল ভিডিও বার্তায় এমনই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় হাইওয়ে, সড়ক পরিবহণ ও ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ মন্ত্রী গডকড়ি৷ তিনি বলেন, 'খুব শিগগিরই গণপরিবহণ ব্যবস্থা চালু হবে৷ এর জন্য গাইডলাইনও থাকবে৷'
গড়কড়ি দাবি করেন, হাইওয়ে খুললে এবং গণপরিবহণ ব্যবস্থা চালু হলে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার, সামাজিক দূরত্ব বজায় রাখার মতো সতর্কতা মেনে করোনা সংক্রমণ রোখার ক্ষেত্রে মানুষ অনেকটাই আত্মবিশ্বাসী হয়ে উঠবেন৷ এর পাশাপাশি মন্ত্রী জানিয়েছেন, করোনা মহামারির কারণে গমপরিবহণ ক্ষেত্রও যে সঙ্কটের মুখে পড়েছে, তা থেকে তাদের বের করে আনার বিষয়েও ভাবনাচিন্তা করছে সরকার৷ তিনি জানিয়েছেন, তাঁর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গে নিয়মিত কথা হচ্ছে৷ তাঁরা দু' জনেই এই কঠিন পরিস্থিতি থেকে দেশের অর্থনীতিকে বের করে আনার জন্য নিরলস পরিশ্রম করছেন৷
advertisement
advertisement
একই সঙ্গে বিনিয়োগকারী এবং পরিবহণ শিল্পের সঙ্গে যুক্তদের এই মহামারির জেরে তৈরি হওয়া সুযোগকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে নিজেদের অস্তিত্ব আরও জোরালো করার পরামর্শ দেন৷
ইতিমধ্যেই গ্রিন জোনগুলিতে পঞ্চাশ শতাংশ যাত্রী নিয়ে শর্তসাপেক্ষে বাস চলাচলের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ শর্তসাপেক্ষে কিছু ক্ষেত্রে অ্যাপ চলারও অনুমতি দেওয়া হয়েছে৷ কিন্তু গণপরিবহণ ব্যবস্থা এখনও কার্যত স্তব্ধই হয়ে রয়েছে৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
শিগগিরই চালু হবে গণপরিবহণ, দাবি কেন্দ্রীয় মন্ত্রী নীতীন গডকড়ির
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement