হোম /খবর /দেশ /
বাবা করোনায় আক্রান্ত, আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি, ট্যুইট ওমর আব্দুল্লাহর

Farooq Abdullah COVID19: বাবা করোনায় আক্রান্ত, আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি, ট্যুইট প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহর

ফারুখ আব্দুল্লাহ করোনা আক্রান্ত

ফারুখ আব্দুল্লাহ করোনা আক্রান্ত

ফারুখ আব্দুল্লাহ (Farooq Abdullah) করোনা আক্রান্ত (coronavirus) হওয়ার সঙ্গে সঙ্গে এক দায়িত্বশীল নাগরিকের মতো এই ট্যুইট করে সকলকে সচেতন করে দেন পুত্র ওমর (Omar Abdullah)৷

  • Last Updated :
  • Share this:

#শ্রীনগর: করোনায় (Corona) আক্রান্ত ন্যাশনল কনফারেন্স (National Conference)নেতা ফারুখ আব্দুল্লাহ (Farooq Abdullah)৷ বাবার করোনা সংক্রমণের কথা ছেলে ওমর আব্দুল্লাহ (Omar Abdullah) ট্যুইট করে জানান৷ জম্মু ও কাশ্মীরের (Jammu and Kashmir) প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান যে ফারুখের শরীরের করোনার কিছু উপসর্গও রয়েছে৷ আপাতত তাঁর পরিবারের সকলে আইসোলেশনে (Isolation) চলে যাচ্ছেন এবং পরবর্তীতে তাঁরাও সকলের করোনা পরীক্ষা করাবেন৷ এছাড়াও ওমরের আবেদন, যাঁরা কয়েকদিনের মধ্যে তাঁর বাবার সংস্পর্ষে এসেছেন, তাঁরা যেন অবশ্যই নিজেদের খেয়ার রাখেন এবং সময় মতো করোনা পরীক্ষা করেন৷

ফারুখ আব্দুল্লাহ করোনা আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এক দায়িত্বশীল নাগরিকের মতো এই ট্যুইট করে সকলকে সচেতন করে দেন পুত্র ওমর৷

এদিকে জম্মু ও কাশ্মীরে সোমবার নতুন করে ২৩৫জন আক্রান্ত হয়েছেন করোনায়৷ এর ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১৩০২২৮জন৷ যদিও গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনও মৃত্যু ঘটেনি৷ নতুন করে আক্রান্তের মধ্যে রয়েছেন ৫৮জন পর্যটক৷ ৫১জন আক্রান্ত হয়েছেন জম্মুতে, ১৮৪ জন আক্রান্ত হয়েছেন কাশ্মীরে৷ শ্রীনগরে ৯৯জন নতুন করে করোনা আক্রান্ত যার মধ্যে ৪০জন পর্যটক৷ ৩৫জন বারামুল্লা জেলা ও ১৯ জন জম্মু জেলায় আক্রান্ত হয়েছেন৷ গত সপ্তাহে ধীরেধীরে হলেও সংক্রমণ বাড়ছে এই উপত্যকা রাজ্যে৷ জম্মু ও কাশ্মীরে মোট ২১১০ নতুন আক্রান্তের সংখ্যা৷ এখনও পর্যন্ত মোট ১২৬১২৯ জন সুস্থ হয়ে উঠেছেন৷ মোট মৃতের সংখ্যা ১৯৮৯৷

দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে৷ ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় নতুন করে আক্রান্ত খবর পাওয়া যাচ্ছে৷ বিশেষ করে মহারাষ্ট্রে অবস্থা খুবই খারাপ৷ করোনা যাতে ফের ছড়িয়ে না পড়ে, তার জন্য নতুন করে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে৷

Published by:Pooja Basu
First published:

Tags: Coronavirus, Farooq Abdullah