হোম /খবর /করোনা ভাইরাস /
দেশে ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি করোনা সংক্রমণ, ছন্দে ফিরছে অর্থনীতি: মোদি

দেশে ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি করোনা সংক্রমণ, ছন্দে ফিরছে অর্থনীতি: মোদি

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

নরেন্দ্র মোদি এ দিন আরও দাবি করেন, লকডাউন শিথিল হওয়ার পর ধীরে ধীরে অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত মিলতে শুরু করেছে৷

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: সময় মতো পদক্ষেপ করাতেই ভারতে করোনা ধ্বংসাত্মক চেহারা নিতে পারেনি৷ মঙ্গলবার এমনই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি আরও দাবি করেন, পৃথিবীর যে দেশগুলিতে করোনায় মৃত্যু সবথেকে কম, তার মধ্যে অন্যতম ভারত৷ তবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে সামান্যতম গাছাড়া মনোভাব দেখালেই যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তা মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ একই সঙ্গে লকডাউন পরবর্তী সময়ে অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিতও পাওয়া যাচ্ছে বলে এ দিন দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

মঙ্গলবার এবং বুধবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে আরও একদফা কথা বলবেন প্রধানমন্ত্রী৷ প্রথম দিনের আলোচনা শুরুর আগে এ দিন এক বার্তায় প্রধানমন্ত্রী বোঝানোর চেষ্টা করেন, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে৷ প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, বিদেশ থেকে অসংখ্য ভারতীয় দেশে ফিরেছেন৷ লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিকরাও বাড়ি ফিরছেন৷ তা সত্ত্বেও দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণেই রাখা সম্ভব হয়েছে৷ দেশে সুস্থতার হার ৫০ শতাংশের বেশি বলেও জানান প্রধানমন্ত্রী৷ তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশগুলিও বিশ্বাস করছে যে ভারত করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনতে পারবে৷

তবে প্রধানমন্ত্রী ফের সতর্ক করে বলেছেন, সামান্য গাফিলতি, বেনিয়ম করলেই করোনার বিরুদ্ধে যুদ্ধ কমজোর হবে৷ এতদিনের ত্যাগ জলে যাবে৷ তিনি বলেন, 'করোনাকে যত আটকাতে পারব, ততই আমাদের অর্থনীতি খুলবে৷ রোজগারের নতুন পথ খুলবে৷ সবকিছু স্বাভাবিক হবে৷'

নরেন্দ্র মোদি এ দিন আরও দাবি করেন, লকডাউন শিথিল হওয়ার পর ধীরে ধীরে অর্থনীতি স্বাভাবিক ছন্দে ফেরার ইঙ্গিত মিলতে শুরু করেছে৷ উদাহরণ হিসেবে প্রধানমন্ত্রী বলেন, লকডাউন ওঠার পর বিদ্যুতের চাহিদা বাড়তে শুরু করেছে৷ গত বছরের মে মাসের তুলনায় এ বছর মে মাসে সারের বিক্রি দ্বিগুণ হয়েছে৷ খুচরো ব্যবসায় ডিজিটাল পেমেন্ট লকডাউনের আগের জায়গায় পৌঁছেছে৷ জুন মাসে রপ্তানির পরিমাণ করোনার আগের পরিস্থিতিতে ফিরে গিয়েছে৷ বেড়েছে টোল আদায়ের পরিমাণ৷ এ সবই অর্থনীতি ছন্দে ফেরার ইঙ্গিত বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী৷

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ ৪৩ হাজার ছাড়িয়েছে৷ মৃত্যু হয়েছে ৯৯০০ জনের৷ দেশে এখনও পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ লক্ষ ৮০ হাজারের বেশি আক্রান্ত৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Coronavirus in India, Narendra Modi