ইংল্যান্ডের আকাশে রহস্যময় আগুনের গোলা, ধেয়ে এলো পৃথিবীর দিকে

Last Updated:

ওই আগুনের গোলা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল৷ সেটির পিছনে একটি আগুনের ল্যাজ যেন তৈরি হয়েছিল৷

#কেমব্রিজ: করোনার দাপটে বিপর্যস্ত গোটা ব্রিটেন৷ তার মধ্যেই ইংল্যান্ডের আকাশে ধরা পড়ল রহস্যময় এক ছবি৷ আকাশের বুকে ভেসে ওঠা আগুনে গোলার মতো যে ছবি আকাশে ফুটে উঠেছে, তা কোনও বিমানের নাকি কোনও ইউএফও-র, তা নিয়েই চর্চা শুরু হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় তো অনেকে ওই ছবি দেখে বলছেন, লন্ডনের আকাশে সুপারম্যানের আবির্ভাব ঘটেছে৷
ডেইলি মেলে প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ইংল্যান্ডের কেমব্রিজশায়ার শহরের বাসিন্দা ৫৫ বছরের গ্যারি আন্ডারউড নামে এক ব্যক্তি প্রথমবার আকাশে এই আগুনের গোলা দেখতে পান৷ তিনিই সেই আগুনের গোলার ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন৷ ওই ব্যক্তির দাবি ছিল, অতীতে আকাশে বিভিন্ন রকমের তারা দেখলেও ওই মুহূর্তে আকাশের চিত্রটা সম্পূর্ণ বদলে গিয়েছিল৷ তাঁর দাবি, আকাশের দিকে তাকিয়ে মনে হচ্ছিল কোনও জ্বলন্ত বস্তু পৃথিবীর দিকে ধেয়ে আসছে৷
advertisement
advertisement
গ্যারি আন্ডারউড জানিয়েছেন, ওই আগুনের গোলা ধীরে ধীরে পৃথিবীর দিকে নেমে আসছিল৷ সেটির পিছনে একটি আগুনের ল্যাজ যেন তৈরি হয়েছিল৷ ওই আগুনের গোলা অবশ্য পৃথিবীর দিকে নেমে আসার কয়েক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়৷ মিনিট খানেক তা আকাশে দেখা যায় বলে দাবি ওই প্রত্যক্ষদর্শীর৷
advertisement
তবে কেমব্রিজের মতো ফুটে ওঠা ওই বস্তুটি আসলে ঠিক কী, সে বিষয়ে এখনও কোনও বিশেষজ্ঞের মত মেলেনি৷ ফলে, নেট দুনিয়ায় বিষয়টি নিয়ে চর্চা চলছেই৷
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
ইংল্যান্ডের আকাশে রহস্যময় আগুনের গোলা, ধেয়ে এলো পৃথিবীর দিকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement