Unlock1.0: অবশেষে এই রাজ্যে শুরু সাধারণ বিমান পরিষেবা

Last Updated:
#মুম্বই: অবশেষে মুম্বইয়ে শুরু হচ্ছে ডোমেস্টিক বিমান পরিষেবা। আগামী ১৬ জুন থেকে ৫০টি করে ডোমেস্টিক ফ্লাইট ওঠানামা করবে মুম্বই বিমানবন্দরে।এর আগে গত মে মাসে যখন নিয়ন্ত্রিত ভাবে সারা দেশে বিমান পরিষেবা শুরু হয়েছিল তখন মহারাষ্ট্র সরকার তাদের রাজ্যে বিমান ওঠানামায় একেবারেই রাজি ছিল না। সে সময়ে জরুরি প্রয়োজন ছাড়া কোনও বিমান পরিষেবার পক্ষে ছিল না উদ্ধব ঠাকরে সরকার।
মুম্বই কোভিড সংক্রমণ আটকাতেই এমন সিদ্ধান্ত বলে সরকারের তরফে জানানো হয়েছিল। অবশেষে সেই সিদ্ধান্ত ফিরিয়ে নিয়ে পরিষেবা চালু করাতে সায় দিল রাজ্য সরকার। শুধু তা-ই নয়, সাধারণ বিমান পরিষেবার পাশাপাশি এ বার পণ্য পরিবহণও বাড়তে চলেছে। কারগো পরিষেবায় লাভের কারণে সংস্থাগুলি আরও বিমান বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মুম্বই বিমানবন্দরের এক কর্তা বলেন, "প্রাথমিক ভাবে সরকারের মনে হয়েছিল বিমান যাতায়াতের সঙ্গে সঙ্গে সংক্রমণও বাড়বে। কিন্তু অবশেষে সরকারের মনোভাব পাল্টেছে, আমরা খুশি।" তিনি আরও বলেন, "আপাতত আমরা ৫০টি বিমান দিয়ে যাত্রা শুরু করছি। তবে টিকিটের চাহিদা বাড়লে উড়ানের সংখ্যাও বাড়বে।"
advertisement
advertisement
দীর্ঘ দু'মাস পর গত ২৫মে থেকে সাধারণ যাত্রীদের জন্য খুলে দেওয়া হয়েছে বিমাণ পরিষেবা। করোনা অতিমারির জেরে দেশের মধ্যে বিমান পরিষেবা বন্ধ হয়েছিল গত ২৫ মার্চ থেকে। তবে এখন মূলত মেট্রো শহরগুলির মধ্যেই বেশি যোগাযোগ বেড়েছে। এ ছাড়াও বেশ কিছু বড় শহরের সঙ্গে মেট্রো শহরগুলির যোগাযোগও তৈরি হয়েছে। তবে বিমান পরিষেবা চালু হলেও এখনও তা পুরোমাত্রায় হয়নি। মাত্র 30% শতাংশ বিমান পরিষেবাই চালু হয়েছে।
advertisement
Shalini Datta
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock1.0: অবশেষে এই রাজ্যে শুরু সাধারণ বিমান পরিষেবা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement