COVID-19: বাংলাদেশে হু হু করে বাড়ছে সংক্রমণ ! গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়

Last Updated:

বাংলাদেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ।

#ঢাকা: বাংলাদেশে হু হু করে বেড়ে চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা ! গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১২ জন কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছেন সে দেশে ৷ বাংলাদেশে এ পর্যন্ত মোট ৩৩০ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। মৃত্যু হয়েছে আরও এক জনের ৷ এই নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ২১ জন ৷ বাংলাদেশের স্বাস্থ্য অধিদফতর এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর এর তরফে এই তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার ৷
দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এক মাসের মধ্যে রোগীর সংখ্যা ৩০০ ছাড়িয়ে গিয়েছে বাংলাদেশে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১১২ জন নতুন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। যাদের মধ্যে রাজধানী ঢাকার বাসিন্দা ৬২ জন। ঢাকায় এ পর্যন্ত মোট ১৮৫ জনের করোনাভাইরাস শনাক্তের তথ্য পাওয়া গিয়েছে। বাংলাদেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ৩৩০ জন। গত ২৪ ঘণ্টায় যে একজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ তিনি ঢাকার বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ বয়স ষাটোর্ধ্ব ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
COVID-19: বাংলাদেশে হু হু করে বাড়ছে সংক্রমণ ! গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ঢাকায়
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement