#কলকাতা: পরিযায়ী শ্রমিক যারা গ্রামে ফিরে এসেছেন তাদেরকে এবার জব কার্ড দেবে রাজ্য সরকার ।এক্ষেত্রে তাদের পরিচয় পত্র ও ওই নির্দিষ্ট গ্রামে তাদের বাড়ি , এই প্রমাণপত্র দেখলেই মিলবে কাজ ।একশো দিনের কাজে অংশগ্রহণ করতে পারবেন তারা । বুধবার নবান্নে জেলা সভাধিপতিদের নিয়ে বৈঠকে এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।
এদিন বেলা এগারোটায় প্রথমে সভাধিপতিদের নিয়ে বৈঠক করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি ।মঙ্গলবারই এসপি ডিএম দের সঙ্গে বৈঠকে মমতা জানিয়েছিলেন গ্রামের মানুষদের হাতে টাকা পৌঁছতে একশো দিনের কাজ দ্রুত শুরু করতে হবে ৷ একশো দিনের কাজে নিতে হবে পরিযায়ী শ্রমিকদেরও৷ এই ঘোষণার পরই আজকের এই বৈঠক ।পুর্বগৃহীত সিদ্ধান্তের পাশাপাশি এদিন স্থির হয় । একশো দিন ছাড়াও , গ্রামীণ রাস্তা নির্মাণের কাজে পরিয়ায়ী শ্রমিকদের কাজে লাগানো হবে ।এছাড়াও আবাস যোজনার ফেলে রাখা কাজে গতি আনতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷Sourav Guha`
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: CM Mamata Banerjee, Corona, Coronavirus, COVID-19, Home Lockdown, Job card, Lock Down, Migrant workers, Stay Home