করোনায় আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি মোর্তাজা !

Last Updated:

মাশরাফি জানিয়েছেন, জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ তাঁর নেই।

#ঢাকা: কিছুদিন আগেই প্রাক্তন পাক তারকা ক্রিকেটার শাহিদ আফ্রিদির করোনায় আক্রান্ত হওয়ার খবর শোনা গিয়েছিল ৷ এবার বাংলাদেশের ক্রিকেটেও করোনার থাবা ৷ সেদেশের তারকা ক্রিকেটার এবং প্রাক্তন অধিনায়ক মাশরাফি মোর্তাজাও করোনায় আক্রান্ত বলে জানা গিয়েছে ৷ বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই জ্বর এবং অসুস্থ বোধ করায় মাশরাফির কোভিড টেস্ট করা হয় ৷ সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷
বাংলাদেশের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পাশাপাশি মাশরাফি নড়াইল-২ আসনের নির্বাচিত সাংসদও ৷ মাশরাফি জানিয়েছেন, জ্বর ছাড়া অন্য কোনও উপসর্গ তাঁর নেই। এমনিতে অ্যাজমার সমস্যা থাকলেও শ্বাস কষ্ট অনুভব করছেন না তিনি। দ্রুত আরোগ্যের জন্য তিনি সবাইকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে বলেছেন ৷
ক্রিকেটে সাফল্য তাঁর প্রচুর ৷ বাংলাদেশকে নেতৃত্বও দিয়েছেন মাশরাফি ৷ চোটের সঙ্গে লড়াই করে একাধিকবার কামব্যাক করেছেন ৷ এবার তাঁর লড়াই করোনার বিরুদ্ধে ৷ এখনও পর্যন্ত বাংলাদেশের হয়ে ওয়ান ডে-তে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড মাশরাফিরই দখলে ৷ বাংলাদেশের হয়ে ৩৬টি টেস্ট খেলার পাশাপাশি ২২০টি ওয়ান ডে এবং ৫৪টি আন্তর্জাতিক টি২০ খেলার অভিজ্ঞতা রয়েছে মাশরাফির ৷
advertisement
advertisement
গত তিন দিন ধরে জ্বর ও গায়ে ব্যথা ছিল মাশরাফির। এ ছাড়া আর কোনও উপসর্গ ছিল না। এখন জ্বর তেমন নেই। আপাতত আইসোলেশনে আছেন নড়াইল-২ আসনের সাংসদ। ঘরেই চিকিৎসা হচ্ছে মাশরাফির। ঢাকাতেই পরীক্ষা করা হয়েছে বাংলাদেশের ওয়ানডে-র সফলতম অধিনায়কের।
ফাইল ছবি ফাইল ছবি
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
করোনায় আক্রান্ত বাংলাদেশের তারকা ক্রিকেটার মাশরাফি মোর্তাজা !
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement