Manmohan Singh : করোনা মুক্ত মনমোহন সিং, ছাড়া পেলেন AIIMS থেকে...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
করোনায় (Coronavirus Second Wave) আক্রান্ত হয়ে ১৯ এপ্রিল থেকে প্রাক্তন প্রধানমন্ত্রী ভর্তি ছিলেন দিল্লির এইমসের ট্রমা সেন্টারে ৷
গত ১৯ এপ্রিল রিপোর্ট পাওয়ার পরে সেই দিনই মনমোহন সিং ভর্তি হন দিল্লি এইমসে৷ তাঁর অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়ে পড়ে রাজনৈতিক মহলে৷ কংগ্রেস নেতা-নেত্রীরা তো বটেই, অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও মনমোহনের দ্রুত আরোগ্য লাভের কামনা করেন৷
দিল্লি এইমসে ভরতির পর সেখানেই চিকিৎসা চলছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর৷ ৯ দিন তিনি ভরতি ছিলেন হাসপাতালে৷ দশদিনের মাথায় এইমস থেকে ছাড়া পান৷ ৮৮ বছর বয়সী প্রবীণ কংগ্রেস নেতা ভর্তি ছিলেন এইমসের ট্রমা বিভাগে। বৃহস্পতিবার সেখান থেকেই ছাড়া পান বরিষ্ঠ রাজনীতি ও অর্থনীতিবিদ।
advertisement
advertisement
করোনায় আক্রান্ত হওয়ার আগে ভ্যাকসিন নিয়েছিলেন মনমোহন সিং৷ প্রথম ডোজ তিনি নিয়েছিলেন ৪ মার্চ৷ দ্বিতীয় ডোজ নেন এপ্রিল মাসের ৩ তারিখ৷ দ্বিতীয় ডোজ নেওয়ার ১৫ দিন পর তিনি করোনা আক্রান্ত হওয়ায় অনেকেই চিন্তায় পড়ে যান৷
প্রসঙ্গত, হাসপাতালে ভর্তির আগে ডঃ সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে করোনা সংক্রমণের তীব্রতা এবং এই অতিমারীর সময়ে দেশ পরিচালনার বিষয়ে কিছু পরামর্শ দেওয়ার জন্য লিখেছিলেন। এরপরেই করোনা আক্রান্ত হন তিনি নিজেই।
view commentsLocation :
First Published :
April 29, 2021 4:33 PM IST