Corona Crisis: মিলল না শববাহী গাড়ি, স্ত্রীর দেহ কাঁধে দীর্ঘ পথ পায়ে হেঁটে শ্মশানে পৌঁছলেন স্বামী

Last Updated:

জানা যায়, মৃত নাগলক্ষী নামের ওই মহিলা ও তাঁর স্বামী রেলস্টেশনের কাছেই একটি ঝুপড়িতে থাকতেন।

স্ত্রীর দেহ কাঁধে দীর্ঘ পথ পায়ে হেঁটে শ্মশানে পৌঁছলেন স্বামী।
স্ত্রীর দেহ কাঁধে দীর্ঘ পথ পায়ে হেঁটে শ্মশানে পৌঁছলেন স্বামী।
#কামারেড্ডি: করোনার দ্বিতীয় ঢেউয়ে (COVID 19 Second Wave) বিপর্যস্ত গোটা দেশ, বিভিন্ন রাজ্যগুলিতে দেখা দিয়েছে অক্সিজেনের হাহাকার (Oxygen Crisis)। যে যার মতো চেষ্টা করছে এই অদৃশ্য ভাইরাসের কবল (Coronavirus) থেকে বাঁচতে এবং আপনজনকে বাঁচাতে। এই পরিস্থিতিতে আবার উঠে আসছে একটার পর একটা অমানবিক ঘটনা, তো কোথাও আবার মানবিকতার নজিরও পাওয়া যাচ্ছে। আর এসবের মধ্যেই আরও একটি হৃদয়বিদারক চরম মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো তেলঙ্গানা। রবিবার তেলঙ্গানার (Telengana) কামারেড্ডি শহরে স্ত্রীকে শ্মশানে নিয়ে যেতে গাড়ি না পেয়ে অবশেষে দেহ কাঁধে তুলে নিয়ে ৩ কিলোমিটার পথ পায়ে হেঁটেই রওনা দেন অসহায় স্বামী।
জানা যায়, মৃত নাগলক্ষী নামের ওই মহিলা ও তাঁর স্বামী রেলস্টেশনের কাছেই একটি ঝুপড়িতে থাকতেন। ভিক্ষাবৃত্তি করেই তাঁরা দিন গুজরান করতেন। এই পর্যন্ত তো সব ঠিকঠাক ছিল, কিন্তু বিপত্তি বাঁধল নাগলক্ষীর আচমকা মৃত্যু হলে। উল্লেখ্য যে বেশ কয়েকদিন দিন থেকেই তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। কিন্তু সামর্থ্য না থাকায় পারেননি স্ত্রীর চিকিৎসা করাতে। কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন কি না তাও পরীক্ষা করতে পারেননি। আর এ সবের মধ্যেই রবিবার মৃত্যুর কোলে ঢোলে পড়েন নাগলক্ষী। যদিও এর পর রেলওয়ে পুলিশের পক্ষ থেকে শেষকৃত্যের জন্য আড়াই হাজার টাকা দেওয়া হয় মৃত নাগলক্ষীর স্বামীকে। কিন্তু তার পরেও স্ত্রীকে শ্মশানে নিয়ে যাওয়ার কোনও গাড়ির ব্যবস্থা করতে পারেননি তিনি। কারণ ইতিমধ্যেই ওই এলাকায় ছড়িয়ে যায় যে করোনায় আক্রান্ত হয়েই মৃত্যু হয় তাঁর। তাই বেশ কয়েকঘন্টা অপেক্ষা করলেও পারেননি গাড়ির ব্যবস্থা করতে।
advertisement
ফলে অবশেষে উপায় না পেয়ে স্ত্রীর মৃতদেহ কাঁধে তুলে নিয়ে হাঁটাপথেই শ্মশানে পৌঁছন ওই ব্যক্তি এবং স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেন। রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হওয়া ঘটনার এই ভিডিও ক্লিপটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। তারপরেই সেই ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন শোরগোল পড়েছে, তেমনই আবার বিভিন্ন মহলে তেলঙ্গানা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
advertisement
অন্য দিকে, তেলঙ্গানায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০, ১২২ জন এবং মৃত্যু হয়েছে ৫২ জনের। আর মোট করোনা আক্রান্তের সংখ্যা পেরিয়েছে ৪ লক্ষ, মৃতের সংখ্যা ২,০৯৪। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রাজ্য সরকারের পক্ষ থেকে নাইট কারফিউ জারি করা হয়। রাত্রি ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকছে এই নিষেধাজ্ঞা। এই নাইট কারফিউ আগামী ১ তারিখ ভোর পর্যন্ত জারি থাকবে।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Corona Crisis: মিলল না শববাহী গাড়ি, স্ত্রীর দেহ কাঁধে দীর্ঘ পথ পায়ে হেঁটে শ্মশানে পৌঁছলেন স্বামী
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement