#নয়া দিল্লি: এর আগে ট্যুইট করে আনন্দ মহিন্দ্রা বলেছিলেন, দেশের মানুষের পাশে দাঁড়াতে খুব তাড়াতাড়ি তাঁর সংস্থা স্বল্প খরচে তৈরি করবে ভেন্টিলেটর। কথা রাখলেন তিনি। মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে দেশেই ভেন্টিলেটর তৈরি করে অসাধ্য সাধন করল মহিন্দ্রা। যার দাম মাত্র সাড়ে সাত হাজার টাকা। এই কঠিন সময়ে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এর ফলে মানুষের অনেক উপকার হবে বলেই মনে করছেন অনেকে। ট্যুইটারে এই খবর প্রকাশ করে আনন্দ মহিন্দ্রা লিখেছেন, কান্দিভালি ও ইগতপুরি দলের জন্য আমার গর্ব বোধ হচ্ছে। এই দুই কারখানার শ্রমিকরা নিজেদের ঘুম, খাওয়া ভুলে মাত্র ৪৮ ঘণ্টায় ভেন্টিলেটর মেশিন তৈরি করেছেন। আমরা এবার বিশেষজ্ঞদের চাই যাঁরা এই যন্ত্রের সঠিক ব্যবহার সম্পর্কে আমাদের বুঝিয়ে দেবেন। ফল যাই হোক, ওঁরা দেখিয়েছেন, ভারত লড়াই করতে পারে।’
So, so proud of our Kandivali & Igatpuri teams who confined themselves to the factories & without sleep produced this in 48hrs. With humility, we will seek guidance from specialists on the usefulness of the device. Whatever the outcome, they have shown India fights back... pic.twitter.com/LrVXm4Acku
— anand mahindra (@anandmahindra) March 26, 2020
এছাড়াও মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রার এমডি পবন গোয়েঙ্কা ট্যুইট করে বলেছেন, ‘আইসিইউ ভেন্টিলেটর প্রস্তুতকারী সংস্থার সঙ্গে আমরা অনেকদিন ধরে কাজ করছি। সাধারণত আইসিইউয়ে থাকা এই যন্ত্রগুলি তৈরিতে খরচ হয় প্রায় ৫ থেকে ১০ লক্ষ টাকা। কিন্তু আমাদের তৈরি যন্ত্রে খরচ মাত্র সাড়ে সাত হাজার টাকা। আশাকরি মানুষের এটি কাজে লাগবে।’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona, Coronavirus, Mahindra