Coronavirus: অক্সিজেন মাস্ক পরে ধর্নায় বসলেন কোভিড রোগী, মৃত্যু হল ১ ঘণ্টার মধ্যেই!

Last Updated:

মহারাষ্ট্রে করোনার এ রকম বাড়বাড়ন্তের সময় শহরের কোনও হাসপাতালে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ধর্না দিতে গিয়ে মারা গেলেন এক ব্যক্তি ।

#মুম্বই: দেশে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে । সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র । বৃহস্পতিবারও মুম্বইয়ে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬৪৬ জন ৷ গোটা রাজ্যে গত ২৪ ঘণ্টায় ৪৩ হাজারের বেশি নতুন কেস সামনে এসেছে ৷ করোনার এ রকম বাড়বাড়ন্তের সময় শহরের কোনও হাসপাতালে জায়গা না পেয়ে শেষ পর্যন্ত ধর্না দিতে গিয়ে মারা গেলেন এক ব্যক্তি ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নাসিকে । বুধবার নাসিকের পুরসভার সামনে ৩৮ বছরের ওই ব্যক্তিকে মুখে অক্সিজেন মাস্ক পরে ধর্নায় বসে থাকতে দেখা যায় । পরে তাঁকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তির নাম বাবাসাহেব কোলে । করোনায় আক্রান্ত হওয়ার পরেও শহরের কোনও হাসপাতালে বেড না পেয়ে শেষে পুরসভায় এসে ধর্নায় বসেছেন তিনি । ঘণ্টাখানেক ধর্না দেওয়ার পর তাঁকে পুরসভার অ্যাম্বুলেন্সে করে মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁর মৃত্যু ঘটে ।
advertisement
ওই ব্যক্তির স্ত্রী জানান, গত ২-৩ দিন ধরে তাঁর স্বামী বিভিন্ন হাসপাতালে ঘুরছিলেন । প্রথমে তিনি একটি বেসরকারি হাসপাতালে যান । সেখানে জায়গা না থাকায় ফিরিয়ে দেওয়া হয় তাঁকে । এরপর আরওএকটি নার্সিংহোমে যান তিনি । সেখান থেকে তিনি যান সরকারি মেডিক্যাল কলেজে। কিন্তু সেখানেও বেড পাননি। এরপর বাধ্য হয়েই পুরসভার সামনে ধর্নায় বসেছিলেন বাবাসাহেব । কিন্তু এই সময় তাঁর অক্সিজেন লেভেল ৪০ শতাংশে নেমে যায় । যা সাধারণ ভাবে ৯৫ শতাংশ বা তার বেশি থাকার কথা । যার ফলে মৃত্যু হয় তাঁর ।
advertisement
advertisement
পুলিশ গোটা ঘটনাটির তদন্ত শুরু করেছে । কে বা কারা ওই ব্যক্তিকে ধর্নায় বসার জন্য উৎসাহিত করেছিল, তাদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Coronavirus: অক্সিজেন মাস্ক পরে ধর্নায় বসলেন কোভিড রোগী, মৃত্যু হল ১ ঘণ্টার মধ্যেই!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement