চুমু নয়, করা যাবে না আলিঙ্গনও ! শ্যুটিংয়ের নিয়ম বেঁধে দিল সরকার

Last Updated:

কোনও চুমুর দৃশ্য রাখা চলবে না ৷ করা যাবে না আলিঙ্গনও ৷শয্যা দৃশ্যে কী থাকবে তাও জানাল সরকার

#মুম্বই: কাজে ফিরছে বলিউড থেকে টেলিউড ৷ শ্যুটিং শুরুর অনুমতি দিল মহারাষ্ট্র সরকার ৷ সিনেমা, টিভি ও ওয়েব সিরিজ তিন মাধ্যমের শ্যুটিংয়েই সবুজ সংকেত সরকারের ৷ তবে মানতে হবে সমস্ত ধরনের নিয়মবিধি ৷ কোনও চুমুর দৃশ্য রাখা চলবে না ৷ করা যাবে না আলিঙ্গনও ৷
রবিবার উদ্ধব ঠাকরে সরকার শ্যুটিং সংক্রান্ত বিধির ১৬ পাতার নির্দেশিকা জারি করে জানায়, কনন্টেনমেন্ট জোনের বাইরে জুন মাস থেকে শুরু করা যাবে শ্যুটিং ৷ সিনেমা, সিরিয়াল, টেলি সিরিজ, ওয়েব সিরিজ সব ধরনের শ্যুটিংয়ের ক্ষেত্রেই মানতে হবে প্রচুর বিধিনিষেধ ৷ নিয়ম ভঙ্গ হলেই তৎক্ষণাৎ শ্যুটিং বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে মহারাষ্ট্র সরকার ৷
advertisement
নির্দেশিকা অনুযায়ী, ১) মূল চরিত্র ছাড়া সর্বোচ্চ ৩৩ শতাংশ অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে কাজ করতে হবে ৷ থাকতে পারবেন না ৩৫ জনের বেশি শিল্পী ৷
advertisement
২) অন্তঃসত্ত্বা মহিলাদের কোনওভাবেই শ্যুটিং ইউনিটে রাখা যাবে না ৷ কারোর স্ত্রীও যদি প্রেগনেন্ট হন তাহলে তাকেও শ্যুটিং ইউনিটে রাখা যাবে না ৷ ৬০-৬৫ বছরের বেশি বয়সী কোনও শিল্পী বা টেকনিশিয়ানও সেটে এসে শ্যুটিং বা কাজ করতে পারবেন না ৷
advertisement
৩) নন-ফিকশন অর্থাৎ রিয়্যালিটি শোয়ের সেটে কোনও দর্শক থাকতে পারবে না ৷
৪) শিল্পী ও কলাকুশলীদের ৬ ফুট দূরত্ব মেনে চলার সঙ্গে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক-গ্লভস ৷
৫) চার দেওয়াল দিয়ে ঘেরা জায়গাতেই করা যাবে শ্যুটিং ৷
৬) সেটের মধ্যে ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের সঙ্গে সঙ্গে চিকিৎসক ও নার্সের ব্যবস্থাও রাখতে হবে ৷ শ্যুটিং শুরুর আগে প্রতিদিন শিল্পী ও টেকনিশিয়ানদের শরীরের তাপমাত্রা মাপতে হবে ৷
advertisement
৭) শ্যুটিং সেট এবং শ্যুটিংয়ের সরঞ্জাম নিয়ম মেনে স্যানিটাইড করতে হবে ৷ মানতে হবে হাইজিন ৷ কাজের মাঝে মাঝেই ধুতে হবে হাত ৷
৮) এতো গেল শ্যুটিংয়ের পারিপার্শ্বিক ব্যবস্থা ৷ কী করতে শ্যুটিংয়ের সময় তাও নির্দিষ্ট করে দিয়েছে সরকার ৷ করোনা আবহে কোনও অন্তরঙ্গ দৃশ্য শ্যুট করা যাবে না ৷ শিল্পীদের মধ্যে কোনও চুম্বন দৃশ্য রাখা যাবে না ৷ সেটে শ্যুটিংয়ের বাইরেও কোনও আলিঙ্গন বা হ্যান্ডশক করা যাবে না ৷
advertisement
৯) কোনও মারপিটের দৃশ্য, বাজারের দৃশ্য শ্যুট করা যাবে না ৷
১০) কাস্টিংয়ের মতো যেসব কাজ অনলাইনে করা সম্ভব তা অনলাইনে করতে হবে ৷
১১) মেকআপ কিট থেকে সংক্রমণ যাতে না ছড়ায় তার জন্য একজনের ব্যবহার করা কিট অন্য অভিনেতার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না ৷ হেয়ার স্টাইলিংয়ের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য ৷
advertisement
প্রায় ২ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শ্যুটিং ৷ বন্ধ ‘পার ডে’ পাওয়া কলাকুশলী, টেকনিশিয়ানদের আয় ৷ শ্যুটিং শুরু ছাড়পত্র সকলে খুশি হলেও, সংক্রমণ থেকে বাঁচতে দেওয়া নির্দেশিকার বহর দেখে কিভাবে হবে শ্যুটিং সেই নিয়ে প্রোডিউসার-ডিরেক্টর থেকে টেকনিশিয়ান-শিল্পীদের কপালে ভাঁজ ৷ তবে নেটিজেনরা এই নির্দেশিকা দেখে বলছেন, বলিউড থেকে ওয়েবসিরিজ এবার অন্তরঙ্গ দৃশ্যে ফিরতে চলেছে ৫০-এর দশকে, যেখানে চুমু বা শয্যা দৃশ্য মানেই দুই ফুলের মাথা ঠোকাঠুকি ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
চুমু নয়, করা যাবে না আলিঙ্গনও ! শ্যুটিংয়ের নিয়ম বেঁধে দিল সরকার
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement