Madhya Pradesh Doctor Resign : প্রতিশ্রুতি রাখেনি সরকার, মধ্যপ্রদেশে হাইকোর্টের নির্দেশের পরেই পদত্যাগ ৩ হাজার জুনিয়র চিকিৎসকের!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
জুনিয়র ডাক্তারদের (Junior doctors) কর্মবিরতিকে ‘বেআইনি’ আখ্যা দিয়ে বৃহস্পতিবারই নির্দেশ দিয়েছিল হাইকোর্ট (High Court)। জানিয়েছিল ২৪ ঘণ্টার মধ্যে ধর্মঘট তুলে নিয়ে কাজে ফিরতে হবে জুনিয়র ডাক্তারদের। অন্যথায় ব্যবস্থা নেওয়া হবে। তারপরই পদত্যাগ করতে শুরু করেছেন চিকিৎসকেরা।
গত সোমবার থেকে এই ধর্মঘট শুরু করেছিলেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মূল দাবি ছিল, যেহেতু তাঁরা করোনা রোগীদের চিকিৎসা করছেন তাই তাঁদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। সেইজন্য তাঁদের ও তাঁদের পরিবারের সদস্যদের বিনামূল্যে করোনা চিকিৎসা দিতে হবে রাজ্য সরকারকে। এরই পাশাপাশি তাঁদের স্টাইপেন্ড ২৪ শতাংশ বাড়াতে হবে বলেও দাবি জানিয়েছেন তাঁরা। হাই কোর্ট যে নির্দেশই দিক, এই দাবিগুলি না মানা পর্যন্ত জুনিয়র ডাক্তারদের এই ধর্মঘট চলবে বলে জানিয়ে দিয়েছে ডাক্তারদের সংগঠন ‘মধ্যপ্রদেশ জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন’।
advertisement
সংগঠনের সম্পাদক অঙ্কিতা ত্রিপাঠীর কথায়, ‘‘সরকার এখনও আমাদের দাবি মেনে নেয়নি। কেবল আশ্বাস দিয়েছে মাত্র। তাই এখনই আমরা ধর্মঘট তুলছি না।’’ তিনি আরও অভিযোগ করেছেন, পুলিশ নাকি তাঁদের সংগঠনের সদস্যদের বাড়িতে গিয়ে ধর্মঘট তুলে নেওয়ার আবেদন জানিয়েছে। অঙ্কিতা জানিয়েছেন, ‘‘সরকার বলছে জুনিয়র ডাক্তাররা নাকি ব্ল্যাকমেল করছে। এটা ঠিক কথা নয়। আমরা যদি ব্ল্যাকমেলই করতাম, তাহলে রোগীর সংখ্যা কমছে কী করে?’’ ডাক্তারদের এই ধর্মঘটে অত্যন্ত ক্ষুব্ধ শিবরাজ সিং চৌহান সরকার। রাজ্যের শিক্ষামন্ত্রী বিশ্বাস সারং জানিয়েছেন, যেভাবে দলবদ্ধ ভাবে পদত্যাগ করতে শুরু করেছেন ডাক্তাররা তা অত্যন্ত নিন্দনীয়। এবং এটা ডাক্তারদের একগুঁয়ে মনোভাবেরই পরিচায়ক।
advertisement
Location :
First Published :
June 04, 2021 5:17 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Madhya Pradesh Doctor Resign : প্রতিশ্রুতি রাখেনি সরকার, মধ্যপ্রদেশে হাইকোর্টের নির্দেশের পরেই পদত্যাগ ৩ হাজার জুনিয়র চিকিৎসকের!