'বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরান', মমতাকে চিঠি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজের

Last Updated:

এর আগে রাজ্য শ্রমিকদের ফেরাতে তৎপর হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

#ভোপাল: মধ্যপ্রদেশে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন  শিবরাজ সিং চৌহান৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, ইনদওর থেকে কলকাতা পর্যন্ত একটি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য যেন রাজ্য সরকারের তরফে রেলকে অনুরোধা করা হয়৷
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ইনদওরে  প্রচুর কলকারখানা রয়েছে৷ ফলে সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক মানুষ কাজ করতে যান৷ লকডাউনের ফলে তাঁরা সেখানেই আটকে পড়েছেন৷ চিঠিতে শিবরাজ লিখেছেন, 'পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষ এখানে আটকে রয়েছেন৷ এই পরিস্থিতিতে তাঁরা বাড়ি ফিরতে চাইলেও সরকারি পরিবহণের অভাবে তা পারছেন না৷ বাধ্য হয়েই অনেকে নিজেদের মতো যানবাহন জোগাড় করে ফেরার চেষ্টা করছেন৷ এই ভাবে ফেরা একদিকে যেমন কষ্টদায়ক, পাশাপাশি তা নিরাপদও নয়৷'
advertisement
চিঠিতে শিবরাজ আরও লিখেছেন, 'সেই কারণেই আপনাকে অনুরোধ, এই শ্রমিকদের স্বার্থে ইনদওর  থেকে কলকাতা পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানোর জন্য দয়া করে রেলকে একটি চিঠি লিখুন৷'
advertisement
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং রেলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ এর আগে রাজ্য শ্রমিকদের ফেরাতে তৎপর হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সরকার এর পর দাবি করে, ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে ১০৫টি শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ এমন কী, এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর যাবতীয় খরচ রাজ্যই বহন করবে বলে রেলকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়৷ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে শিবরাজ সিং চৌহানের এই তৎপরতার মধ্যেও তাই রাজনীতিরই ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞমহল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরান', মমতাকে চিঠি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement