'বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরান', মমতাকে চিঠি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজের

Last Updated:

এর আগে রাজ্য শ্রমিকদের ফেরাতে তৎপর হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷

#ভোপাল: মধ্যপ্রদেশে আটকে থাকা বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন  শিবরাজ সিং চৌহান৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, ইনদওর থেকে কলকাতা পর্যন্ত একটি শ্রমিক স্পেশাল ট্রেন চালানোর জন্য যেন রাজ্য সরকারের তরফে রেলকে অনুরোধা করা হয়৷
মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ইনদওরে  প্রচুর কলকারখানা রয়েছে৷ ফলে সেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রচুর সংখ্যক মানুষ কাজ করতে যান৷ লকডাউনের ফলে তাঁরা সেখানেই আটকে পড়েছেন৷ চিঠিতে শিবরাজ লিখেছেন, 'পশ্চিমবঙ্গের বিপুল সংখ্যক মানুষ এখানে আটকে রয়েছেন৷ এই পরিস্থিতিতে তাঁরা বাড়ি ফিরতে চাইলেও সরকারি পরিবহণের অভাবে তা পারছেন না৷ বাধ্য হয়েই অনেকে নিজেদের মতো যানবাহন জোগাড় করে ফেরার চেষ্টা করছেন৷ এই ভাবে ফেরা একদিকে যেমন কষ্টদায়ক, পাশাপাশি তা নিরাপদও নয়৷'
advertisement
চিঠিতে শিবরাজ আরও লিখেছেন, 'সেই কারণেই আপনাকে অনুরোধ, এই শ্রমিকদের স্বার্থে ইনদওর  থেকে কলকাতা পর্যন্ত একটি স্পেশাল ট্রেন চালানোর জন্য দয়া করে রেলকে একটি চিঠি লিখুন৷'
advertisement
রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানো নিয়ে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এবং রেলের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার৷ এর আগে রাজ্য শ্রমিকদের ফেরাতে তৎপর হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে অভিযোগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্য সরকার এর পর দাবি করে, ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফেরাতে ১০৫টি শ্রমিক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে৷ এমন কী, এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর যাবতীয় খরচ রাজ্যই বহন করবে বলে রেলকে চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়৷ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে শিবরাজ সিং চৌহানের এই তৎপরতার মধ্যেও তাই রাজনীতিরই ইঙ্গিত দেখছেন বিশেষজ্ঞমহল৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
'বাংলার পরিযায়ী শ্রমিকদের ফেরান', মমতাকে চিঠি মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement