Unlock 3: শোয়ের মাঝে লম্বা বিরতি, বসার নতুন ব্যবস্থা, এভাবেই বদলে যেতে চলেছে সিনেমা ও জিম জীবন

Last Updated:

ইতিমধ্যেই সিনেমা হল খোলা নিয়ে মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলে খবর ৷ বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যগুলির হাতে সিনেমা হল খোলার চুড়ান্ত সিদ্ধান্ত তুলে দিতে পারে কেন্দ্র ৷

#নয়াদিল্লি: ঝড়ের গতিতে বেড়েই চলেছে সংক্রমণ ৷ দেশে রবিবার অবধি করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২ টি ৷ এহেন পরিস্থিতিতে আগামী ২৭ জুলাই অর্থাত্‍ সোমবার দেশের সব মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দেশের করোনা পরিস্থিতির পাশাপাশি Unlock 3.0 (আনলক ৩) নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন প্রধানমন্ত্রী ৷ এরই মাঝে কেন্দ্রীয় মন্ত্রক সূত্রে খবর, এই পর্বে বিশেষ শর্তে খুলতে পারে সিনেমা হল-জিম ৷
দূরত্ব বিধি ও কিছু বিশেষ শর্ত নিয়ে ১ অগাস্টের পর খুলতে পারে সিনেমা হল, মাল্টিপ্লেক্স ৷ ইতিমধ্যেই সিনেমা হল খোলা নিয়ে মাল্টিপ্লেক্স মালিকদের সঙ্গে সরকারের আলোচনা হয়েছে বলে খবর ৷ বাড়তে থাকা করোনা সংক্রমণের কথা মাথায় রেখে রাজ্যগুলির হাতে সিনেমা হল খোলার চুড়ান্ত সিদ্ধান্ত তুলে দিতে পারে কেন্দ্র ৷
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক সূত্রে খবর, অগাস্টে সিনেমা হল খোলার প্রস্তাবের পক্ষেই মত দিয়েছেন হল মালিকরা ৷ তবে সিনেমা হল মালিকদেরই দর্শকদের মধ্যে দূরত্ব বিধি নির্দিষ্ট করতে হবে ৷ শোয়ে আসন সংখ্যা কমিয়ে, দুটো সিটের মা়ঝের এক়টি সিট ছেড়ে টিকিট বিক্রির প্রস্তাবে রাজি হয়েছেন হল মালিকরা ৷ আপাতত কোনও শোয়ে ২৫ শতাংশের বেশি টিকিট বিক্রি করা যাবে না বলে জানিয়েছে কেন্দ্র ৷ পরে পরিস্থিতি বুঝে আসন বাড়ানো হবে বলে আশ্বাস ৷ একই সঙ্গে সিনেমার দুটি শোয়ের মধ্যে পুরো হল জীবাণু মুক্ত করার মতো পর্যাপ্ত সময় রাখার কথাও বলা হয়েছে ৷
advertisement
advertisement
তবে অনেকেই এই পর্বে মেট্রো, স্কুল-কলেজ খোলার পক্ষে ৷ যদিও এখনই লোকাল ট্রেন , মেট্রো চালানোর কথা ভাবছে না কেন্দ্র বলেই খবর ৷ তবে করোনা স্বাস্থ্যবিধি মেনে জিম খোলারও অনুমতি দিতে পারে কেন্দ্র ৷
গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ ফের মাত্রাতিরিক্ত ছড়িয়েছে ৷ প্রায় ৪৯ হাজারের কাছাকাছি মানুষ নতুন করে সংক্রমিত হয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে শনিবার দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪৮,৬৬১ জন৷ এই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৭০৫ জনের৷ এর আগে শুক্রবার ৪৮,৯১৬ জন করোনা ভাইরাস সংক্রমিত হয়েছিলেন৷ আর সেই ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৭৫৭ জনের৷
advertisement
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত ২৪ মার্চ থেকে দেশ জুড়ে লকডাউনের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কয়েক দফায় ৩১ মে পর্যন্ত চলেছে সেই লকডাউন। যদিও মাঝে ২০ মে থেকে অর্থনীতির কথা মাথায় রেখে শিথিল করা হয় কিছু নিয়ম ৷ ১ জুন থেকে শুরু হয়েছিল আনলক পর্ব অর্থাৎ শুরু হয়েছিল লকডাউন প্রত্যাহার। কনন্টেইনমেন্ট ছাড়া প্রায় সব জায়গা থেকেই তুলে নেওয়া হয় লকডাউন ৷ জুলাই মাস থেকে চলছে আনলক-২। আর ১ অগাস্ট থেকে আনলক- এর তৃতীয় পর্ব শুরু হওয়ার সম্ভাবনা । কেন্দ্রের ঘোষণার অপেক্ষায় দেশবাসী ৷
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Unlock 3: শোয়ের মাঝে লম্বা বিরতি, বসার নতুন ব্যবস্থা, এভাবেই বদলে যেতে চলেছে সিনেমা ও জিম জীবন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement