স্মৃতির সরণিতে লতা মঙ্গেশকর, বাবার ৯৮ বছরের পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
বাবার গর্বের মুহূর্ত ট্যুইটারে শেয়ার করেছেন মেয়ে লতা মঙ্গেশকর
#মুম্বই: লকডাউনে সারা দেশ গৃহবন্দি, অখণ্ড অবসরে কেউ ভিডিও কল করে প্রিয়জনের সঙ্গে যোগাযোগ রাখছেন তো কেউ ফোন বা ইন্টারনেটে বেশিরভাগ সময় অতিবাহিত করছেন ৷ বাড়িতে বসে স্মৃতি রোমন্থনে পুরনো দিনের ছবিগুলি যেন জ্বলজ্বল করে ফের একবার চোখের সামনে ভেসে উঠছে ৷ ফেলে আসা দিনগুলি যেন বারেবারে স্মৃতির সরণিতে নিয়ে যাচ্ছে সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকরকেও ৷ বাবার ৯৮ বছর আগেকার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন লতাজি ৷
Namaskar.14 May 1922 matlab 98 saal pehle mere Pitaji ko Shrimat Jagadguru Shri Shankaracharya Dr Kurtkoti Gangapur peeth Nasik inhone apne pawan haathon se Sangeet Ranta ye Upaadhi pradan ki thi. Ye hamare liye bahut garv ki baat hai. pic.twitter.com/UIHPqHwUoS
— Lata Mangeshkar (@mangeshkarlata) May 14, 2020
advertisement
advertisement
লতা মঙ্গেশকর ট্যুইটারে বেশ সক্রিয়, তিনি একটি ছবি শেয়ার করেছেন, লিখেছেন 'নমস্কার, ১৪ মে ১৯২২ এর অর্থাৎ ৯৮ বছর আগের আমার বাবার শ্রীমত জগৎগুরু শঙ্করাচার্য, ডক্টর কূর্তকোটি গঙ্গাপুর পীঠ নাসিকের হাতে সঙ্গীতরত্ন উপাধি পেয়েছিলেন, যা আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত ৷' সারা পৃথিবীজুড়ে অগণিত ভক্ত রয়েছে লতার, তাঁর প্রতিটি পোস্টে মন্তব্য, লাইক ও শেয়ার চোখে পড়ার মত ৷
advertisement
লতা মঙ্গেশকরের বাবা সঙ্গীতগুরু পণ্ডিত দীনানাথ মঙ্গেশকর অত্যন্ত জনপ্রিয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী৷ তিনি একাধারে রঙ্গকর্মীও, লতার প্রথম শিক্ষা গুরু বাবা দীনানাথ মঙ্গেশকর৷ মাত্র পাঁচ বছর বয়সেই বাবার কাছে সঙ্গীতের তালিম নিয়েছিলেন ৷ গত ২৪ এপ্রিল পণ্ডিত দীনানাথ মঙ্গেশকরের ৭৮ তম প্রয়াণ দিবস ছিল৷ তখনও লতা মঙ্গেশকর বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন৷ করোনা ভাইরাসের কারণে এই বছর বাবার প্রয়াণ দিবসে কোনও অনুষ্ঠান করা হয়নি, এই নিয়ে তিনি বেশ আফসোসও করেন লতা৷
Location :
First Published :
May 15, 2020 1:57 PM IST
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
স্মৃতির সরণিতে লতা মঙ্গেশকর, বাবার ৯৮ বছরের পুরনো ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল