Kolkata Metro Service : দু'মাসের মাথায় শর্তসাপেক্ষে চালু হল মেট্রো পরিষেবা, প্রথমদিনেই শিকেয় দূরত্ব বিধি!

Last Updated:

৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলার (Kolkata Metro Service) কথা থাকলেও প্রকৃত চিত্রটা ঠিক বিপরীত। কোনও রকম দূরত্ব বিধির পরোয়া না করে মেট্রোতে যাতায়াত করছেন যাত্রীরা।

প্রাথমিক ভাবে ঠিক হয়েছে পঞ্চাশ শতাংশ অর্থাৎ দুই হাজার যাত্রী নিয়ে চলবে মেট্রো। মাস্ক ছাড়া কোনও ভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না স্টেশনের ভেতরে। টোকন তো নয় এবার ই পাশের ব্যবস্থাও এবার নেই। শুধুমাত্র স্মার্ট কার্ড থাকলেই যাত্রীরা মেট্রোতে যাতায়াত করতে পারবেন। স্বাভাবিক ভাবেই মেট্রোতে যাত্রী সংখ্যা আগের তুলনায় অনেক কম। অবাঞ্ছিত হবে কেউ যাতে মেট্রোতে যাতায়াত না করেন তার জন্য নিরাপত্তারক্ষীরা স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের পেশাগত পরিচয় পত্র দেখতে চাইছেন।
advertisement
কিন্তু এত কিছুর পরও ট্রেনের ভিতর করোনা বিধিনিষেধ সঠিক ভাবে মানা হচ্ছে না বলে অভিযোগ অনেক যাত্রী। বাইরে সব রকম কোভিড বিধি মেনে চললেও মেট্রোর ভিতরে বেশির ভাগ যাত্রী মানছে না দূরত্ব বিধি। এদিন সকালে শোভাবাজার থেকে কালীঘাট পর্যন্ত মেট্রোতে সফর করা সন্দীপ দাস বলেন, 'অনেকেই চেষ্টা করছেন একটা করে আসন বাদ দিয়ে বসার। কিন্তু অন্য যাত্রী সেটা করছেন। না ফলে দূরত্ব বিধি ঠিকমতো মানা হচ্ছে না।'
advertisement
advertisement
একই অভিযোগ অমল কুন্ডুর। কবি সুভাষ থেকে উঠে কালীঘাটে নেমে অমলবাবু বলেন, '৫০ শতাংশ যাত্রী নিয়ে মেট্রো চলার কথা থাকলেও দেখে মনে হচ্ছে সেটা হচ্ছে না।'যদিও মেট্রো রেল কর্তৃপক্ষের বক্তব্য আলাদা। মেট্রো রেলের জনসংযোগ আধিকারিক রুপায়ন মিত্র বলেন, 'আমাদের কাছে এরকম খবর নেই। কিন্তু তবুও কোথাও হয়ে থাকতে পারে। সেক্ষেত্রে আমরা যাত্রীদের সচেতনতা এবং সহযোগিতা কামনা করি।'
view comments
বাংলা খবর/ খবর/করোনা ভাইরাস/
Kolkata Metro Service : দু'মাসের মাথায় শর্তসাপেক্ষে চালু হল মেট্রো পরিষেবা, প্রথমদিনেই শিকেয় দূরত্ব বিধি!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement